৭৪৯ টাকা রিচার্জেই পেয়ে যান ৩৩৬ দিনের ডেটা এবং ফ্রি কলি-র সুবিধা, দুর্দান্ত অফার দিল Jio

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান বাজারে সস্তায় গ্রাহকদের পরিষেবা দেওয়ার বিষয়ে বেশ জনপ্রিয় হয়েছে জিও (Jio)। নিত্য দিনই কিছু না কিছু অফার নিয়ে আসছে গ্রাহকদের সুবিধার্থে, তা কখনও থাকছে প্রিপেইডে, আবার কখনও তা দিচ্ছে পোস্টপেইডে। তবে এবার JioPhone-এর জন্য দীর্ঘমেয়াদী এমন এক প্ল্যান নিয়ে এসেছে জিও, যা ব্যবহার করলে গ্রাহকরা আরও বেশি লাভবান হবেন।

JioPhone-এর জন্য মাসিক নূন্যতম রিচার্জ রয়েছে ৭৫ টাকার, যেখানে গ্রাহক আনলিমিটেড কলের পাশাপাশি মেসেজ এবং ডেটার সুবিধা পাচ্ছেন। তবে এই JioPhone-র জন্য এবার এক সস্তার এবং দীর্ঘ মেয়াদী অফার নিয়ে এল জিও। যেখানে আপনি মাত্র ৭৪৯ টাকা রিচার্জেই পেয়ে যাবেন দারুণ সমস্ত সুযোগ সুবিধা।

লাগবে না ১০০০ টাকাও। মাত্র ৭৪৯ টাকার এই প্রিপেইড প্ল্যানে গ্রাহক পাচ্ছেন- ১২ মাসের জন্য মোট ২৪ জিবি ডেটা। প্রতি ২৮ দিনের জন্য ৫০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। থাকছে জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ, জিওসিকিউরিটি এবং জিওক্লাউডসহ বিভিন্ন জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেসও। এই অফারের বৈধতা থাকবে ৩৩৬ দিন।

তবে আরও একটি বিষয়, সেপ্টেম্বরে জিওফোন নেক্সট লঞ্চ করার কথা থাকলেও, এই ফোনটি দিওয়ালিতে কেনা যাবে বলে জানিয়েছে জিও সংস্থা।

সম্পর্কিত খবর

X