সুপার ডুপার অফার! ফ্রিতেই পেয়ে যাবেন Ola স্কুটার, শুধু করতে হবে এই সহজ কাজটি

বাংলা হান্ট ডেস্কঃ ক্যাব এবং স্কুটার পরিষেবায় ওলা বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রথমে চার চাকা এবং পরবর্তীকালে ইলেকট্রিক স্কুটার আনার মাধ্যমে পরিষেবা গত দিক থেকে দিনের পর দিন উন্নতি করে চলেছে এই কোম্পানি আর এবার একটি চ্যালেঞ্জের মাধ্যমে বিনামূল্যে স্কুটার দেওয়ার ঘোষণা করলো OLA সংস্থা। এই চ্যালেঞ্জ পূরণ করতে পারলে আপনিও পেয়ে যেতে পারেন বিনামূল্যে একটি ইলেকট্রিক স্কুটার।

‘ওলা’ ইলেকট্রিকের প্রধান ভবিশ আগারওয়াল সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেন এবং সেখানে তিনি ঘোষণা করেন যে, একটি চ্যালেঞ্জ পূরণ করতে পারলেই 10 জন গ্রাহক বিনামূল্যে গেরুয়া রংয়ের একটি স্কুটার পেয়ে যাবেন। OLA ইলেকট্রিকের প্রধান একটি টুইট করে জানান, “আপনাদের জন্য একটি বিশেষ অফার। 10 জন গ্রাহককে আমরা একটি গেরুয়া রঙের স্কুটার প্রদান করবো, তাও আবার ফ্রিতে। তবে এর জন্য আপনাকে সিঙ্গেল চার্জে 200 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। যারা এটি পূর্ণ করতে পারবে, তাদেরকে ওলা ফিউচার ফ্যাক্টরিতে আমন্ত্রণ জানিয়ে জুন মাসে স্কুটার প্রদান করা হবে।”

Ola scooter

তিনি লেখেন, “ইতিমধ্যে দুজন গ্রাহক এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করে ফেলেছে। একজন MoveOS2 এবং অপরজন 1.0.16 বাইকের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছেন। সুতরাং আপনিও পারেন এটি পূরণ করতে।” উল্লেখ্য, ওলা ইলেকট্রিক বর্তমানে ভারতের একটি দ্রুতগামী কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে। সম্প্রতি, ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং শুরু করার মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রায় এক লক্ষের বেশি প্রি-বুকিং জমা পড়ে তাদের কাছে।

ফ্রিতে ইলেকট্রিক স্কুটার দেওয়ার পিছনে নেপথ্য কাহিনী
সম্প্রতি ola S1 ইলেকট্রিক স্কুটারে চড়ে এক অসাধ্য সাধন করেন কার্তিক নামের এক ব্যক্তি। স্কুটারটিকে eco মোডে চালিয়ে এবং এর গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার রেখে 202 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন তিনি আর এরপর সেই কৃতিত্বের কথা টুইটারে শেয়ার করেন কার্তিক। এরপর ভবিশ আগারওয়াল তাঁর সেই পোস্টটি শেয়ার করে তাঁকে বিনামূল্যে একটি ইলেকট্রিক স্কুটার গিফট করার কথা ঘোষণা করেন আর সেখান থেকেই আসে আরো 10 জন গ্রাহকের জন্য 200 কিলোমিটার চ্যালেঞ্জ প্রদান করার পরিকল্পনা।


Sayan Das

সম্পর্কিত খবর