মধ্যবিত্তের মুখে ফুটবে হাসি! কেন্দ্রীয় বাজেটে বড় উপহার দিচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

বাংলা হান্ট ডেস্ক: ক্ষমতায় এসে তৃতীয় বার সরকার গঠনের পর আগামী মাসেই বাজেট (Budget) পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) একের পর এক বৈঠক করে চলেছেন। প্রত্যেক বছর এই কেন্দ্রীয় বাজেটের দিকেই চাতক পাখির মতোই তাকিয়ে থাকেন দেশের প্রত্যেক নাগরিক।

বিশেষ করে এই বাজেটের ওপরেই অনেকাংশে নির্ভর করে, মধ্যবিত্ত পরিবারের সদস্যদের জীবন এবং জীবিকা। তাই স্বাভাবিকভাবেই এই কেন্দ্রীয় বাজেট থেকেই অনেক আশা থাকে দেশবাসীর। বিশেষ করে ইদানিং অর্থ মন্ত্রক আয়কর ছাড় সংক্রান্ত বিকল্পগুলি গুরুত্বের সাথে বিবেচনা করায় তা অনেক স্বস্তি দিয়ে থাকে মধ্যবিত্ত পরিবারগুলিকে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক ভাষণে বলেছিলেন,’মধ্যবিত্তরা দেশের উন্নয়নের চালক এবং তাদের কল্যাণ ও সুবিধা আমাদের অগ্রাধিকার’। এই মুহূর্তে বাজেটের জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। এই বাজেটে চাকরিজীবীরা ৩.০ মোদী সরকারের কাছ থেকে আয়কর ছাড়ের আশা করছেন। অর্থমন্ত্রক সূত্রে খবর, নতুন বাজেটে কেন্দ্রীয় সরকার কর ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে।

জানা যাচ্ছে, নতুন কর ব্যবস্থায় যাদের বার্ষিক ১৫ থেকে ১৭ লক্ষ টাকা আয়কারীদের জন্য আয়করের হার কমানোর কথা ভাবছে। শুধু তাই নয়, সরকার নতুন করে আরও বেশি সংখ্যক মানুষকে কর ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করছে। গত আর্থিক বাজেটে  মোদী সরকার নতুন যে কর ব্যবস্থা চালু করেছিল, তা  জনপ্রিয় করতেই  তাতে একাধিক  পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে মৌসুমী বায়ু! দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু বৃষ্টির ইনিংস? আবহাওয়ার মেগা আপডেট

তবে বর্তমানে যারা বার্ষিক ১৫ থেকে ১৭ লাখ টাকা আয় করেন তাদের জন্য যদি কর ছাড়ের ব্যবস্থা করা হয় তবে তা মানুষকে বৃহৎ পরিসরে স্বস্তি দেবে।প্রসঙ্গত  উল্লেখ্য নতুন কর ব্যবস্থার অধীনে, সরকার ৭ লক্ষ  টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর আয়কর ছাড় দেয়। যেখানে পুরানো কর ব্যবস্থার অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর দিতে হবে না। তবে উভয়ের উপরেই ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রযোজ্য।

nirmala sitharaman 3

অর্থাৎ নতুন কর ব্যবস্থায় ৭.৫০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর দিতে হবে না। জানা যাচ্ছে নতুন কর ব্যবস্থার স্ল্যাব অনুযায়ী বার্ষিক ০-৩ লক্ষ টাকা বেতনের উপর কোনও কর নেই। তবে এরপর ৩ থেকে ৬ লক্ষ টাকা আয়ের উপর ৫% কর নেওয়া হয়। যা বাড়তে বাড়তে  ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ের উপর ২০% এবং ৩০% কর ধার্য করা হয়। এছাড়াও  ৪% স্বাস্থ্য ও শিক্ষা সেস হিসেবে নেওয়া হয়।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর