৩১ শে মার্চের মধ্যেই সেরে ফেলুন এইসকল সরকারী কাজ, নাহলে জরিমানা দিতে হবে আপনাকে

   

বাংলাহান্ট ডেস্কঃ ১ লা এপ্রিল (1st april) থেকেই নতুন অর্থবর্ষ চালু হবে। তার আগেই বেশকিছু কাজ যদি এখনও না করে থাকেন, তাহলে ৩১ শে মার্চের (31 st march) আগেই সেটা সম্পন্ন করতে হবে। নাহলে সেইসকল সরকারী কাজ পরবর্তীতে করতে গেলে দিতে হবে বিরাট অঙ্কের জরিমানা।

প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের সঙ্গে আপনি যদি এখনও যুক্ত না হয়ে থাকেন, তাহলে ৩১ শে মার্চের মধ্যেই আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে।

২০১৯-২০ সালের আয়কর রিটার্ন সম্পর্কিত ফাইল করার শেষ সময়সীমা আগামী ৩১ শে মার্চ।

1606250281 5fbd6f291aed2 representational image

প্রধানমন্ত্রীর আবাস যোজনার আয়ত্তায় নতুন বাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতা প্রায় ২.৬৭ লক্ষ টাকা ছাড় পেতে পারেন। এই সুবিধা নিতে চাইলেই আপনাকে ৩১ শে মার্চের মধ্যে এই স্কিমের অন্তর্ভুক্ত হতে হবে।

আঁধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ আগামী ৩১ শে মার্চ।

getasset 820399

LTC ক্যাশ ভাউচার লঞ্চ করেছে সরকার। করোনার কারণে যারা এই সুবিধা নিতে পারেননি তাঁরা আগামী ৩১ শে মার্চের মধ্যে কোনও পণ্য বা পরিষেবা কিনেও LTC দাবি করতে পারবেন।

ক্ষুদ্র, মাঝারি উদ্যোগপতিদের সুবিধার জন্য সরকার ৩ লক্ষ কোটি টাকার তহবিল রেখেছে। কেউ সাহায্য নিতে চাইলে, ৩১ শে মার্চের মধ্যে ঋণ নিতে পারেন।

আয়কর ধারার 80C এবং 80D এর অধীনে যদি কেউ আয়কর থেকে মুক্তি পেতে চান, তাহলে আগামী ৩১ শে মার্চের মধ্যেই আয়কর ছাড় সম্পর্কিত কোন পলিশি কিনতে হবে।

gst 1

২০১৯-২০ সালের বার্ষিক জিএসটি রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ শে মার্চ অবধি করা হয়েছিল। এই সময় পার হয়ে গেলে ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা দিতে হবে।

বিশেষ উৎসব অগ্রিম প্রকল্পের আওতায় সরকারী কর্মচারীদের দশ হাজার টাকা দেওয়া হয়। এই স্কিমের সুবিধা নেওয়ার শেষ তারিখ ৩১ শে মার্চ।

আয়কর বিভাগ সরাসরি ট্যাক্স বিরোধ নিষ্পত্তি প্রকল্প ‘বিবাদ কে বিশ্বাস’ এর অধীনে বিশদে জানার অন্তিম তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ৩১ শে মার্চ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর