বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে গ্রীষ্মের দাবদাহে জর্জরিত সকলেই। ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা চারিদিকে। দুপুরের দিকে তীব্র রোদের প্রাবল্যে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন সবাই। এমতাবস্থায়, বৃষ্টি না হওয়ায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। এই আবহে শীতলতার খোঁজ পেতে অনেকেই AC কিনতে চাইলেও দামের কারণে পিছিয়ে আসেন অধিকাংশরাই।
তবে, সেই চিন্তাকে একদম দূরে সরিয়ে দিয়েই এবার মাত্র ১,৫০০ টাকাতেই আপনি পেতে পারেন Blue Star কোম্পানির AC! হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গটিই বিস্তারিতভাবে উপস্থাপিত করা হল।
মূলত, জনপ্রিয় অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনে চলা কাউন্টডাউন ডিল সেল মারফত এই সুবিধা পেতে পারেন গ্রাহকেরা। ইতিমধ্যেই ওই সেলে স্মার্টফোন, স্মার্ট টিভি, কুলার, এসি, ফ্রিজের মতো একাধিক ইলেকট্রনিক পণ্যের ওপর দেওয়া হচ্ছে বিশাল ছাড়। এমতাবস্থায়, আপনি খুব সহজেই এখানে কম দামে কিনতে পারবেন Blue Star-এর AC।
Blue Star-এর ১ টন থ্রি-স্টার Split AC:
এই AC টির বর্তমান বাজারমূল্য হল ৪৪,৭৫০ টাকা। কিন্তু, এটি এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ২৯,৯৯০ টাকায়। যার ফলে এই AC কেনার ক্ষেত্রে প্রায় ১৫ হাজার টাকার সরাসরি ছাড় পাচ্ছেন গ্রাহকেরা। এছাড়াও, এর সাথে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার যুক্ত হলে আরও দাম কমবে এই AC টির।
ব্যাঙ্কের ছাড়:
আপনি যদি Blue Star-এর ১ টন থ্রি-স্টার Split AC-টি কিনতে Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে ১,২৫০ টাকার ছাড় পাবেন। যার ফলে এই AC-র দাম আরও কমে হবে ২৮,৭৪০ টাকা। যদিও, এখানেই শেষ নয়, কারণ এরপরেও রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধা।
এক্সচেঞ্জ অফার:
Blue Star-এর এই AC টি কেনার ক্ষেত্রে ৫,০৫০ টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে। আপনি যদি পুরোনো AC-র পরিবর্তে এই AC কিনতে যান সেক্ষেত্রে তাৎক্ষণিক ভাবে পেয়ে যাবেন ৫,০৫০ টাকার ছাড়। তবে মনে রাখতে হবে যে, পুরোনো AC টি ভাল অবস্থায় থাকতে হবে এবং মডেলটিও লেটেস্ট হতে হবে। পাশাপাশি, এক্সচেঞ্জ অফারের সুবিধা নেওয়ার পর এই AC-র দাম কমে হবে ২৩,৬৯০ টাকা।
EMI-এর সুবিধা:
Blue Star-এর ১ টন থ্রি-স্টার Split AC-টি কেনার ক্ষেত্রে রয়েছে আরও একটি সুবিধা। আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে EMI-তে এই AC কিনে থাকেন, তাহলে আপনাকে ২৪ মাসের জন্য প্রতি মাসে ১,৪৫৪ টাকা করে দিতে হবে। যদিও, এর জন্য আপনাকে ব্যাঙ্কে ১৯৯ টাকার প্রসেসিং ফিও দিতে হবে। আর এভাবেই, দেড় হাজার টাকারও কম দামে আপনি খুব সহজেই কিনতে পারবেন এই AC টি।