বাংলা হান্ট ডেস্ক: এবার গাড়ি করে (Transport Tax) মিলবে বড় ছাড়। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, গত শনিবার এই বিষয়ে বিধানসভায় পাশ হয়েছে বিল। শুধু তাই নয়, ওইদিন বিধানসভায় দু’টি বিল পাশ করা হয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক গাড়ি উভয়ের ক্ষেত্রেই এই করে ছাড় থাকবে।
পাশাপাশি, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে, এই নতুন কর কাঠামোতে যদি ১০ শতাংশ আদায় করাও সম্ভব হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের ৯০০ থেকে ১,০০০ কোটি টাকা পর্যন্ত আয় সম্ভব। উল্লেখ্য যে, ইতিমধ্যেই পরিবহণ দফতরের তরফে ওয়েভার স্কিমও চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে গাড়ির মালিকরা বকেয়া কর জমা দিলে তাঁদের জরিমানা মকুব করা হচ্ছে।
নতুন এই স্কিমের প্রতি অনেকেই আকৃষ্ট হয়েছেন। কারণ সামগ্রিকভাবে এই স্কিমের মাধ্যমে পরিবহণ দফতর থেকে শুরু করে সাধারণ গাড়ির মালিকরাও লাভবান হবেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এই কর ছাড়ের বিষয়টি একাধিক ধাপের মাধ্যমে থাকবে। নতুন নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে একসঙ্গে ১০ বছরের কর জমা দিলে সেক্ষেত্রে ৪০ শতাংশ ছাড় মিলবে। পাশাপাশি, কেউ যদি এককালীন ৫ বছরের কর জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় মিলবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: “খতম, টাটা….বাই, বাই”, ভারতের সাথে পাঙ্গা নিয়ে দেউলিয়া মলদ্বীপ? প্রকাশ্যে এল বড় তথ্য
এছাড়াও, কেউ যদি যদি ৩ বছরের কর একসঙ্গে জমা দিতে চান সেক্ষেত্রে ছাড়ের পরিমাণ হল ১৫ শতাংশ। এদিকে, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও একসঙ্গে ১০ বছরের কর দেওয়া হল কর ছাড় অনেকটাই হতে পারে। এমতাবস্থায়, এই ছাড়ের আকর্ষণেই অনেকেই এখন চাইবেন যে তাঁর গাড়ির কর যাতে আগে থেকেই মিটিয়ে দেওয়া যায়।
আরও পড়ুন: ট্রেনের টিকিট কনফার্ম হলেই তারপর দিন টাকা, দুর্দান্ত পরিষেবা শুরু IRCTC-র, এইভাবে পেয়ে যান লাভ
আর এর ফলেই বৃদ্ধি পেতে পারে সরকারের রাজস্ব। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবে পরিবহণ দফতর। সেই সঙ্গে লাভ হবে গাড়ির মালিকদেরও। এদিকে, প্রথম দিকে ওয়েভার স্কিমেও ভালো সাড়া এসেছিল। তারপরই সামনে এল বড় ছাড়ের বিষয়টি। যার পরিপ্রেক্ষিতে পাস হল বিলও। যদিও, ওয়েভার স্কিমের ক্ষেত্রেও পরবর্তীকালে দেখা গিয়েছিল যে, একাধিক দামী গাড়ির মালিকরা গাড়ির কর ফাঁকি দিয়ে তা ঠিকঠাক মেটাচ্ছেন না। এমতাবস্থায়, এই নয়া ছাড়ের ঘোষণাটি তাঁদের এখন কিভাবে আকৃষ্ট করে সেটাই দেখার বিষয়।