হাতছাড়া করবেন না এই সুযোগ! Flipkart-এর দুর্দান্ত অফারে iPhone 13 মিলছে মাত্র ২১ হাজারে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অনলাইন শপিংয়ের (Online Shopping) প্রবণতা। যার মাধ্যমে বাড়িতে বসেই নিজের পছন্দের জিনিস চলে আসছে হাতের নাগালে। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার ওপর ভর করে এবং তাঁদেরকে আকৃষ্ট করতে মাঝেমধ্যেই দুর্দান্ত সব অফার উপলব্ধ করে অনলাইন বিপণন সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই এবার Flipkart-এ শুরু হয়েছে দুর্দান্ত সেল। যেটির নাম হল Flipkart Big Saving Days।

এই সেলে স্মার্টফোন ছাড়াও টিভি, এসি, ফ্রিজের মতো ইলেকট্রনিক প্রোডাক্টসগুলিতে বড় ছাড় দেওয়া হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি যদি iPhone-এর “ফ্যান” হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর।

মূলত, আপনি যদি বিপুল দামের জন্য iPhone কিনতে না পারেন সেক্ষেত্রে এবার আপনার জন্য বিরাট সুযোগ রয়েছে। এই সেলে আপনি একদম নামমাত্র দামে iPhone 13 কিনতে পারবেন। শুধু তাই নয়, আপনি ৭০ হাজার টাকা দামের এই ফোনটি 21 হাজার টাকায় পেয়ে যেতে পারেন। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

অবিশ্বাস্য কম দামে মিলবে iPhone 13: প্রথমেই জানিয়ে রাখি যে, iPhone 13-এর 128 GB ভেরিয়েন্টের দাম হল 69,900 টাকা। কিন্তু বর্তমানে এই ফোনটি 17 শতাংশ ডিসকাউন্ট সহ 57,999 টাকায় পাওয়া যাচ্ছে। যদিও, এরপরেও ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে। যার ফলে iPhone 13-এর দাম আরও হ্রাস পাবে।

ব্যাঙ্ক অফার: আপনি যদি iPhone 13 কেনার ক্ষেত্রে Axis Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ 1,000 টাকা ছাড় পাবেন। যার ফলে ফোনটির দাম হবে 56,999 টাকা। এদিকে, এরপরে রয়েছে এক্সচেঞ্জ অফার।

Get iPhone 13 for just 21 thousand in this offer of flipkart

এক্সচেঞ্জ অফার: iPhone 13-এর ক্ষেত্রে 35,600 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি আপনার পুরোনো ফোনটি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি এই ছাড় পেতে পারেন। কিন্তু, মাথায় রাখতে হবে যে, আপনি 35,600 টাকার সম্পূর্ণ ডিসকাউন্ট তখনই পাবেন যখন আপনার পুরানো ফোনটি ভালো কন্ডিশনে থাকবে। এইভাবেই আপনি iPhone মাত্র 21,399 টাকায় পেতে পারেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর