আর নেই চিন্তা! মাত্র ২,০০০ টাকার খরচে ঘর হয়ে যাবে কনকনে ঠান্ডা, বাড়িতে নিয়ে আসুন এই দুর্দান্ত AC

বাংলা হান্ট ডেস্ক: এপ্রিল মাসের শুরু থেকেই তীব্র গরমে (Summer) রীতিমতো হাঁসফাঁস করছেন সবাই। প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। এমনকি, পরিস্থিতি এতটাই বেগতিক যে তীব্র তাপপ্রবাহের জেরে খুব কাজ না থাকলে দুপুরবেলায় বাড়ি থেকে বেরোতেও বারণ করছেন চিকিৎসকেরা। এমতাবস্থায়, গরমের হাত থেকে বাঁচতে ফ্যান, কুলার, AC (Air Conditioner)-র ওপরেই ভরসা করছেন সকলে।

যদিও, তুলনামূলকভাবে AC-র দাম অনেকটাই বেশি হওয়ায় কেউ কেউ ইচ্ছে থাকলেও সেটি কিনতে পারেন না। তবে, আপনি জেনে অবাক হবেন যে, বর্তমানে বাজারে এমন AC-ও উপলব্ধ রয়েছে যেগুলি কিনতে খুব বেশি খরচ হয় না এবং বিদ্যুতের বিল নিয়েও চিন্তা থাকে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই AC-গুলিতে উইন্ডো কিংবা স্প্লিট AC-র মতো কোনো মেন্টেনেন্স চার্জও থাকেনা। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে সেইরকমই পোর্টেবল AC ফ্যানের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেগুলি যেকোনো জায়গায় নিয়ে গিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এমনকি, এগুলি অত্যন্ত সস্তাও বটে। চলুন, জেনে নিই বিস্তারিত:

   

One94Store পোর্টেবল এয়ার কন্ডিশনার ফ্যান: এটিতে 500 ml-এর জলের ট্যাঙ্ক পাওয়া যায়। পাশাপাশি এই এয়ার কন্ডিশনার ফ্যান USB থেকেও চার্জ করা যেতে পারে। অর্থাৎ, এটি চালানোর জন্য আপনাকে বড় ধরণের কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না। এই AC ফ্যানে 7 টি রঙের LED লাইট উপলব্ধ থাকে। উল্লেখ্য যে, আপনি এর জলের ট্যাঙ্কে যত বেশি বরফ যোগ করবেন, তত বেশি শীতল বাতাস উপভোগ করতে পারবেন। একবার ট্যাঙ্কটি পূর্ণ হয়ে গেলে, এটি 6-8 ঘন্টা যাবৎ নিশ্চিতরূপে চলতে সক্ষম। তাই বারবার জল দেওয়ার প্রয়োজন হয় না। Amazon-এ এটির দাম হল 2,000 টাকা।

Moblios পোর্টেবল AC: গরমের সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র হিসেবে বিবেচিত হয়। মূলত, এটি এমন একটি পার্সোনাল এয়ার কুলার যেটি যেকোনো জায়গায় বহন করা যেতে পারে। এই কুলারটি 3 ইন 1 কন্ডিশনার হিউমিডিফায়ার পিউরিফায়ার মিনি কুলার হিসেবে কাজ করে। Amazon-এ এর দাম 1,749 টাকা।

51ssgpcgwos

Zofey পোর্টেবল মিনি এয়ার কন্ডিশনার: এই মিনি এয়ার কন্ডিশনারে 500 ml জলের ট্যাঙ্ক উপলব্ধ থাকে। পাশাপাশি, ট্যাঙ্কটি ভর্তির পর 8 ঘন্টা যাবৎ কাজ করতে পারে। এটিতে 3 স্পিড অ্যাডজাস্টেবল উইন্ড স্পিডের ব্যবস্থা থাকে। যার ফলে আপনি নিজের পছন্দমতো ভাবে বাতাস পেতে পারেন। Amazon-এ এর দাম মাত্র 1,299 টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর