Airtel, Vi-কে কড়া টক্কর! Jio-র ৬৬৬-র প্ল্যানটি পেয়ে যান ১৫০ টাকা সস্তায়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। এমতাবস্থায়, প্রয়োজন হয় সঠিক রিচার্জ প্ল্যানের (Recharge Plan)। তাই, এই প্রতিবেদনে আমরা গ্রাহকদের সুবিধার্থে এমন একটি প্ল্যান সম্পর্কে জানাবো যেটি ব্যবহারের মাধ্যমে আপনি দারুণভাবে লাভবান হতে পারেন। মূলত, আমরা 84 দিনের বৈধতা সহ Jio-র 666 টাকার প্ল্যানটি সম্পর্কে জানাচ্ছি। সর্বোপরি, Jio-র এই প্ল্যানটি রিচার্জ করে 150 টাকা পর্যন্ত বাঁচানো যাবে। পাশাপাশি, একই বাজেটে আসা Airtel এবং Vodafone-Idea-র প্রিপেইড প্ল্যানের সাথে Jio-র 666 টাকার প্ল্যানের তুলনাটিও উপস্থাপিত করা হল। আসুন, এই প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

সস্তায় পান Jio-র 666 টাকার রিচার্জ প্ল্যান: জানিয়ে রাখি যে, Amazon Pay UPI-এর মাধ্যমে Jio-র 666 টাকার রিচার্জ প্ল্যানে 150 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহকেরা। অপরদিকে, Paytm Wallet বা Paytm Postpaid থেকে পেমেন্ট করলে 10 শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, IDFC ফার্স্ট কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনি 10 শতাংশ ক্যাশব্যাক অর্থাৎ সর্বোচ্চ 1,000 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, Mobikwik UPI-এর লেনদেন থেকে 5 শতাংশ ক্যাশব্যাক অর্থাৎ সর্বাধিক 50 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এর পাশাপাশি, আপনি MobiKwik ওয়ালেট থেকে পেমেন্ট করলে 100 টাকার ক্যাশব্যাক পেতে পারেন।

   

Jio-র 666 টাকার প্রিপেড প্ল্যান: Jio-র 666 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। অর্থাৎ, সব মিলিয়ে পাওয়া যাবে 126 GB ডেটা। পাশাপাশি, হাই স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি 64 Kbps-এ নেমে আসবে। এই প্রিপেড প্ল্যানের বৈধতা হল 84 দিন। এছাড়াও, এই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যায়। রয়েছে প্রতিদিন 100 টি SMS-এর সুবিধাও। সর্বোপরি, এই প্ল্যানের সাহায্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকেরা।

Airtel-এর 666 টাকার প্রিপেড প্ল্যান: Airtel-এর 666 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডেটা ব্যবহার করা যাবে। যদিও, হাই স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পরে ইন্টারনেটের গতি 64 Kbps-এ নেমে আসবে। এই প্রিপেড প্ল্যানে মোট 77 দিনের বৈধতা পাওয়া যায়। পাশাপাশি, রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। এছাড়াও, গ্রাহকেরা প্রতিদিন 100 টি SMS করতে পারবেন। সর্বোপরি, এই প্ল্যানে Apollo 247 Circle এবং Fastag-এ 100 টাকার ক্যাশব্যাক এবং Free Hello Tunes ও Wynk Music-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

vi jio airtel

Vodafone-Idea-র 666 টাকার প্রিপেড প্ল্যান: Vodafone-Idea-র 666 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডেটা পাওয়া যায়। ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের গতি কমে 64 Kbps-এ নেমে আসে। এই প্রিপেইড প্ল্যানের বৈধতা হল মোট ৭৭ দিন। এছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন 100 টি SMS-এর সুবিধা পাবেন গ্রাহকেরা। এই প্ল্যানে Binge All Night Data-র সুবিধা পাওয়া যায়। যেটি রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত ব্যবহার করা যায়। পাশাপাশি, উইকেন্ড ডেটা রোলওভারে, পুরো সপ্তাহের অবশিষ্ট ডেটা শনিবার এবং রবিবার ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এদিকে, এই প্ল্যানে Vi Movies & TV Classic-এর সুবিধা মেলে। সর্বোপরি, এই প্ল্যানে প্রতিদিন 2 GB পর্যন্ত ডেটা ব্যাকআপ পাওয়া যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর