ঐশ্বর্য-আমিরের সঙ্গে ছবি থেকে করন সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জন্মদিনে চিনে নিন লাস‍্যময়ী জেনিফারকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার অন‍্যতম পরিচিত নাম জেনিফার উইঙ্গেট (Jennifer winget)। যবে থেকে অভিনয় জগতে পা রেখেছেন তিনি, অনুরাগীদের সংখ‍্যা ক্রমশ বেড়েই চলেছে তাঁর। একের পর এক ধারাবাহিকে অসাধারন অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন জেনিফার। সে কসৌটি জিন্দেগি কি হোক বা দিল মিল গয়ে, জেনিফারের চরিত্র সবসময়েই আলাদা করে নজর কেড়েছে।
আজ ৩৫এ পা দিলেন জেনিফার। অথচ তাঁকে দেখলে কে বলবে তিরিশের কোঠা আগেই পার করেছেন। একতা কাপুরের ধারাবাহিক কসৌটি জিন্দেগি কির মাধ‍্যমেই অভিনয় জগতে পা রাখেন জেনিফার। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল স্নেহা বাজাজ।

https://www.instagram.com/p/BEv48pcpQi3/?igshid=1bv8mtz3vvlt0

স্টার প্লাস চ‍্যানেলের সঙ্গম ধারাবাহিকে একজন উচ্চাকাঙ্খী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন জেনিফার যে নিজের বাবার স্বপ্ন পূরণ করতে চায়। পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গেও কাজ করেছেন তিনি। সরস্বতীচন্দ্র ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন গৌতম রোডে।

https://www.instagram.com/p/CAfVRuMAkek/?igshid=v6kk8iae9g26

https://www.instagram.com/p/B90zSfZhG-h/?igshid=1oj25h0l7tg14

https://www.instagram.com/p/BLqJ6FOjf_5/?igshid=13sfjiiprsfog

বেহদ ধারাবাহিকে জেনিফারের চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল। কোড এম ওয়েব সিরিজেও আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন জেনিফার। মাত্র ১৭ বছর বয়সে ২০০৩ এ কুছ না কহো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ছবির মূল চরিত্রে ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন।

https://www.instagram.com/p/BRuY_LsjVHr/?igshid=3xvpe700r8bo

https://www.instagram.com/p/BZgXS2cF4iN/?igshid=1hhfqa3mtmvbh

https://www.instagram.com/p/B3rb5GaAMox/?igshid=ey82swt6ibxp

https://www.instagram.com/p/B0dwMMtgAii/?igshid=1v43dp3l8zvuj

এশিয়ার সেরা ৫০ সেক্সি নারীদের তালিকায় স্থান করে নিয়েছেন জেনিফার উইঙ্গেট। তবে ছোটবেলায় অভিনেত্রী না, বিমান সেবিকা হতে চেয়েছিলেন জেনিফার। ব‍্যক্তিগত জীবনেও বেশ চর্চায় থেকেছেন তিনি। ২০১২ তে জেনিফারের বিয়ে হয় অভিনেতা করন সিং গ্রোভারের সঙ্গে। সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র ২ বছর। ২০১৪ তেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তারপর করন বিপাশার সঙ্গে সংসার পাতলেও জেনিফার এখনও সিঙ্গলই রয়েছেন।

X