বাংলাহান্ট ডেস্ক: নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন তিনি। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি। বুঝতেই পারছেন সানি লিওনের কথাই বলা হচ্ছে। বলিউডে তিনি পরিচিত বেবি ডল নামে। বছর ৩৮এর এই সুন্দরীর ফিগার ও ত্বকের জেল্লা সবার কাছেই রীতিমতো ঈর্ষার বিষয়। কিন্তু তাঁর ব্যস্ত শিডিউল ও কাজের জন্য ত্বকের যত্ন নেওয়া বেশ কঠিন ব্যাপার। কীভাবে নিজের যত্ন করেন সানি? কী তাঁর স্কিন কেয়ার রুটিন? রইল সেই গোপন তথ্য-
সানির মতে সঠিক খাবারের মাধ্যমেই ত্বকের জেল্লা ধরে রাখা সম্ভব। তিনি নিজে প্রচুর ফল ও শাকসবজি খান। তার সঙ্গে স্যালাডও থাকে তাঁর ডায়েটে। তবে ফাস্ট ফুড ও মেয়োনিজের মতো সস একেবারেই এড়িয়ে চলেন সানি। বাড়ির টোটকায় একেবারেই বিশ্বাসী নন তিনি। বরং বিভিন্ন ব্র্যান্ডের ওপরেই ভরসা রয়েছে তাঁর। তাও আবার যে সে ব্র্যান্ড নয়, নামী ব্র্যান্ডের জিনিস যেগুলো তাঁর স্কিনের জন্য উপযোগী শুধুমাত্র সেগুলোই ব্যবহার করেন সানি লিওন।
ত্বকের যত্ন নেওয়ার প্রথম ধাপ হল ত্বক পরিস্কার রাখা। সানিও এই মতেই বিশ্বাসী। মেকআপ ব্যবহার করার পর ভাল মেকআপ রিমুভার দিয়ে মুখ পরিস্কার করেন তিনি। পাশাপাশি ভাল ব্র্যান্ডের ক্লিনসারও ব্যবহার করেন সানি।
স্কিন সতেজ রাখার জন্য দিনে প্রচুর পরিমাণে জল পান করেন তিনি। এতে ত্বকের জেল্লাও বাড়ে ও শরীরও সুস্থ থাকে। সানির সবথেকে প্রিয় জিনিস কি জানেন? মেকআপ। একদম মেকআপ ছাড়া নাকি বাড়ির বাইরে বেরই হন না তিনি। আই লাইনার, মাস্কারা ও লিপগ্লস সবসময়ের সঙ্গী সানির। তবে বেশ দামি ব্র্যান্ডের মেকআপই যে তিনি ব্যবহার করেন তা বলাই বাহুল্য।