পুরোনো গাড়ি বাতিলের সঙ্গেই পেয়ে যাবেন নতুন কেনার অর্থ, নতুন নীতির ঘোষণা প্রধানমন্ত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আর্থিক সংকট হোক কিংবা মায়া, কিছুতেই ছাড়তে পারছেন না পুরোনো গাড়ি (car)! চিন্তা নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) ঘোষণা করলেন এক নতুন নীতি। যার ফলে অর্থের চিন্তা না করে আপনি যেমন নতুন গাড়ি কিনতে পারবেন, তেমনই পরিবেশ সুরক্ষার দায়িত্বের এক অংশীদারও হতে পারবেন।

এক ভিডিয়ো বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, আসতে চলেছে গাড়ি বাতিলের নতুন জাতীয় নীতি। যার ফলে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হওয়ার পাশাপাশি, পরিবেশও থাকবে দূষণমুক্ত এবং সুরক্ষিত।

গাড়ি রাস্তায় আর চালানোর যোগ্য আছে কিনা, তা অনেক সময় গাড়ির পরিস্থিতির উপর নির্ভর করে। আবার অনেক সময় গাড়ির বয়স দেখেও সিদ্ধান্ত নেওয়া হয়, সেই এই গাড়িটা আর কতদিন রাস্তায় চালানো যাবে। সবকিছু খতিয়ে দেখে, তবেই একটি গাড়ি রাস্তায় চালানোর অনুমতি দেওয়া হয় এবং রাস্তায় চালানো হয়।

তবে এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার সময়, বেশ কিছু গাড়িকে বাতিল বলে গণ‍্য করা হয়। এই বিষয়ের উপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, চালু হতে চলা এই নতুন নীতির ফলে, পুরোনো গাড়ি বাতিলের সময় একটি আলাদা শংসাপত্রও দেওয়া হবে গাড়ির মালিককে। যার সাহায্যে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে দাম এবং কর, উভয় ক্ষেত্রেই ছাড় পাবেন গ্রাহক। যার দরুণ, প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হওয়ার পাশাপাশি, পরিবেশও থাকবে দূষণমুক্ত এবং সুরক্ষিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

X