কোরিয়াকে হারিয়ে অক্সিজেন পেলো ঘানা! ৬ গোল এলেও ক্যামেরুন বনাম সার্বিয়া ম্যাচ রইলো অমীমাংসিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে খুব কম ম্যাচই এমন হচ্ছে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে না। আজকের দিনটাও তার ব্যতিক্রম হলো না। প্রথমে জি গ্রুপে ক্যামেরুন বনাম সার্বিয়া এবং তারপর এইচ গ্রুপে ঘানা বনাম দক্ষিণ কোরিয়া, দুই ম্যাচেই বইলো গোলের বন্যা। এখনো অবধি আজকের চারটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচ খেলা হয়েছে এবং তাতেই ১১ গোল হয়েছে। এখনো মাঠে নামা বাকি রয়েছে ব্রাজিল, পর্তুগাল, উরুগুয়ে এবং সুইজারল্যান্ডের মতো দলের।

আজকের প্রথম ম্যাচে জি গ্রুপ থেকে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন এবং সার্বিয়া। দুই দলই নিজেদের প্রথম ম্যাচটি হেরে আজকে মাঠে নেমেছিল। ক্যামেরুন হেরেছিল সুইজারল্যান্ডের ক্যামেরুনিয়ান স্ট্রাইকার এম্বোলোর গোলে। সার্বিয়াকে হারের মুখ দেখতে হয়েছিল রিচার্লিসন ম্যাজিকের কারণে।

প্রথম ম্যাচে ২৯ মিনিটে গোল করে ক্যামেরুন এগিয়ে গিয়েছিল। গোল করেছিলেন ডিফেন্ডার ক্যাসটিলেটো। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জোড়া গোল করে সার্বিয়াকে প্রথমে সমতায় ফিরিয়ে এবং তারপর এগিয়ে দিয়েছিলেন প্যাভলোভিচ এবং মিলিঙ্কোভিচ স্যাভিচ। ২-১ ফলে এগিয়ে থাকার পর সুযোগ নষ্ট করতে থাকা সার্বিয়ান তারকা মিত্রোভিচ ৩-১ করেছিলেন ৫৩ মিনিটে। কিন্তু ৬৩ ও ৬৬ মিনিটে ক্যামেরুনের আবুবাখের একটি গোল করে ও তারকা স্ট্রাইকার চুপো মোয়েটাংকে দিয়ে আরেকটি গোল করিয়ে ৩-৩ করে দেন ম্যাচের ফল। অমীমাংসিত ভাবেই শেষ হয় ম্যাচ।

এরপর আজকের দ্বিতীয় ম্যাচে ২৪ মিনিটে সালিসু এবং ৩৪ মিনিটে আয়াক্সের তারকা ফুটবলার কুদুসের গোলে এগিয়ে যায় ঘানা। আগের ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে একটুর জন্য হারের পর তারা আজ অনেক আগ্রাসী হয়ে নেমেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার চেহারা পুরোপুরি বদলে যায়। ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে ৬১ মিনিটের মধ্যে ২-২ কোরিয়ার স্ট্রাইকার গুয়ে সুং চু।

কিন্তু নাটকের শেষ এখানেই হয়নি। ম্যাচের ৬৮ মিনিটে ইনাকি উইলিয়ামসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ঘানাকে ফের এগিয়ে দেন কুদুস। এরপর মরিয়া চেষ্টা করেছিল সনরা। কিন্তু ঘানার ডিফেন্স ছিল রক সলিড। ৯০ মিনিটের পরও অতিরিক্ত দশ মিনিট খেলা হয় এবং তার একদম শেষ ভাগে দক্ষিণ কোরিয়া একটি কর্নার আদায় করে নিলেও দশ মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ায় খেলা শেষ করে দেন রেফারি। সেই সংক্রান্ত ঝামেলায় কোচের সঙ্গে ঝামেলা করে লাল কার্ড দেখে পরের ম্যাচে ডাগ আউট থেকে ছিটকে যান কোরিয়ার কোচ পাওলো বেন্টো। অঙ্কের বিচারে দক্ষিণ কোরিয়া এখনও টিকে রয়েছে। শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারালে এখনও নক আউটের দরজা খুলে যেতে পারে তাদের সামনে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর