সাবান লাগানো অতীত! এবার সোজা ভোটারের রান্নাঘরে ‘হানা’ হিরণের, কী পদ রাঁধলেন বিজেপি প্রার্থী?

বাংলা হান্ট ডেস্কঃ অভিনব ভোট প্রচারে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) জুড়ি মেলা ভার! একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দিয়েছিলেন বিজেপি (BJP) নেতা। নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছিল সেই ছবি। ভোটেও জিতেছিলেন তিনি। এবার লোকসভা নির্বাচনের আগে সোজা এক ভোটারের রান্নাঘরে ‘হানা’ দিলেন হিরণ। খুন্তি নেড়ে রাঁধতেও দেখা গেল পদ্ম প্রার্থীকে।

চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) হাইভোল্টেজ ঘাটাল কেন্দ্র থেকে হিরণকে দাঁড় করিয়েছে বিজেপি। দু’বারের জয়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেবের প্রতিপক্ষ তিনি। বুধবার ঘাটালের (Ghatal) ডেবরায় ভোট প্রচারে গিয়েছিলেন হিরণ। সেদিনই প্রচারের ফাঁকে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন হিরণ। বাড়ির মহিলাদের সঙ্গে মিলে রাঁধতেও দেখা যায় তাঁকে।

খুন্তি নাড়ার পাশাপাশি গতকাল সেই বাড়িতে মধ্যাহ্নভোজও করেন বিজেপি প্রার্থী। শাক, মাছ ভাজা, ইঁচড়ের তরকারি ইত্যাদি খান হিরণ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে হিরণের খুন্তি নাড়ার দৃশ্য। তা দেখে কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ভোটের আগে প্রার্থীরা যেন ফুড ভ্লগারে পরিণত হয়েছেন!

আরও পড়ুনঃ ভোটের আগে উলটপুরাণ! রচনার গলায় লকেটের গুণগান! TMC প্রার্থী বললেন, ‘এখনও মুখোমুখি বসলে…’

চেনা ছক ভেঙে মাঝেমধ্যেই নিত্যনতুন কায়দায় ভোট প্রচার করতে দেখা যায় হিরণকে। কখনও দেখা যায়, চায়ের দোকানে বসে জনসংযোগ করছেন, কখনও আবার কর্মীদের সঙ্গে পাত পেড়ে খেতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। তবে গতকাল তিনি যা করেছেন তা সত্যিই অভিনব। ভোট প্রচারে বেরিয়ে হিরণের রান্না নিয়ে তাই তুমুল চর্চাও হচ্ছে।

প্রসঙ্গত, একদা অভিনেতা হিসেবে মানুষের মন জয় করলেও, বর্তমানে রাজনীতিতেই মন দিয়েছেন হিরণ। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। এবার লোকসভা কেন্দ্রের টিকিট দিয়েছে বিজেপি। দেবের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে হিরণকে দাঁড় করুয়েছে গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারে তাই নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন তিনি।

bjp candidate hiran chatterjee cooking

এদিকে আবার সম্প্রতি ঘাটাল গিয়ে এক বিস্ফোরক দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে হিরণ তৃণমূলে যোগ দিতে চেয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন বলে দাবি করেন তিনি। এমনকি সিসিটিভি ফুটেজ ফাঁসের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর