এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দেবের! কল রেকর্ডিং ফাঁস করলেন হিরণ, তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে এই মামলায়। চাকরির বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে ভুরি ভুরি। সম্প্রতি যেমন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের (Dev) এক ঘনিষ্ঠের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। এবার তা নিয়েই বোমা ফাটালেন ঘাটালের পদ্ম প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।

শুক্রবার সকালে নিজের সমাজমাধ্যমে একটি টেলিফোনিক কথোপকথনের রেকর্ডিংয়ের সম্পাদিত অংশ শেয়ার করেন হিরণ। দাবি করা হয়েছে, কথোপকথনটি হয়েছে ঘাটালের (Ghatal) বিদায়ী সাংসদ দেব এবং একজন মহিলার মধ্যে। ওই কল রেকর্ডিং শেয়ার করেই দেবকে চরম আক্রমণ করেছেন হিরণ।

   

কল রেকর্ডিংয়ে (Call Recording) ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার কাছ থেকে রাম ৯ লক্ষ টাকা নিয়েছিল। আমি সায়ন্তকেও বলেছিলাম, ও চাকরির জন্য টাকাটা নিয়েছে। এখন না চাকরি দিচ্ছে, না টাকা ফেরত দিচ্ছে। সায়ন্তনও এই নিয়ে রামকে বলেছে। কিন্তু তারপরেও কাজের কাজ হয়নি’।

আরও পড়ুনঃ ভোটের আবহে ফের শীতলকুচিতে চলল গুলি! গুরুতর জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধান

একথা শোনার পর দেব বলেন, ‘আমি তো ফোনটা ধরেছি। ফোনে যখন আমি কথা বলছি, তখন তো বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি। আমি ব্যাপারটা বুঝে নিলাম। যখনই সময় পাব, আমি এটা নিয়ে রামকে জিজ্ঞেস করব। তোমায় আমি তারপর জানাব? ঠিক আছে?’। এখানেই শেষ হয় দু’জনের কথোপকথন।

এই কল রেকর্ডিংয়ের অডিও ক্লিপ শেয়ার করে হিরণ লেখেন, বিগত ২ বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিও ক্লিপটা কি সেটা? তাহলে উনি তো সব কথাই জানতেন। সব জেনেও না জানার অভিনয়টা কি সৌজন্যতা? মানুষ এর বিচার করুক। একইসঙ্গে হিরণ লিখেছেন, তিনি এই অডিও ক্লিপিংয়ের সত্যতা যাচাই করেননি।

dev and hiran chatterjee

উল্লেখ্য, দেবের আপ্তসহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে চলতি সপ্তাহেই ইমেল মারফৎ প্রতারণার অভিযোগ দায়ের করেছেন চন্দ্রকোণা নিবাসী গঙ্গেশ সাঁতরা। তাঁর অভিযোগ, মেয়েকে আশা কর্মীর চাকরি করে দেওয়া বিনিময়ে লক্ষাধিক টাকা নিয়েছেন রামপদ। এই বিষয়ে দেব বলেছিলেন, ‘তদন্তে যদি দোষী প্রমাণিত হয়, তাহলে শাস্তি হবে’। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অডিও ক্লিপিং শেয়ার করে শোরগোল ফেলে দিলেন হিরণ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর