ভারী বর্ষণে ডুবল ঘাটালের জেল, বাধ্য হয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হল আসামিদের

বাংলা হান্ট ডেস্কঃ ভারী বর্ষণের পর জল যন্ত্রণার কথা উঠলে প্রথম সারিতে যে সব জায়গার কথা উঠে আসে তারমধ্যে একদিকে যেমন রয়েছে দুই ২৪ পরগনার এলাকা, তেমনি রয়েছে দুই মেদিনীপুরের নামও। তা সে আমফান হোক বা ইয়াস, বরাবরই ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে এই সমস্ত এলাকা। তবে এবার যে দৃশ্য দেখা গেল তা কার্যত নজিরবিহীন।

গত কয়েকদিনের প্রবল বর্ষণে ডুবে গেল ঘাটালের উপ সংশোধনাগার। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, রবিবার ভোর চারটে নাগাদ এসডিও অফিসের গার্ডওয়াল ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করে। এসডিও অফিসের পাশেই এই উপ সংশোধনাগার। স্বাভাবিকভাবেই জল ঢুকে পড়ে সেখানেও। যার জেরে কোমর অবধি জলে দাঁড়িয়েছিলেন প্রায় ৬১ জন আসামি। এই ঘটনার সূত্র ধরেই এক ব্যতিক্রমী দৃশ্য দেখলো ঘাটালবাসী। ৬১ জন আসামী, যাদের কারও নামে রয়েছে খুনের মামলা, কারও নামে রয়েছে ব্যাংক তছরুপ, কারোর আবার বধূ নির্যাতনের মামলা তাদের প্রত্যেককেই হাঁটিয়ে নিয়ে যাওয়া হল জল পার করে। স্বাভাবিকভাবেই এই ঘটনা দেখতে ভিড় জমে যায় চারদিকে।

খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছান ওই ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী। এরপর তার নেতৃত্বেই এই ৬১ জনকে জল পার করে গাড়িতে তোলা হয়। তাদের সামনে পিছনে ছিল এনডিআরএফের বন্দুকধারী আধিকারিকরা। অগ্নিশ্বর বলেন, “৬১ জন আসামীকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। কারণ, এসডিও অফিসের গার্ডওয়াল ভেঙে শিলাবতী নদীর জল ঢুকে পড়েছে ঘাটাল উপ সংশোধনাগারে। প্রায় কোমর সমান জল। তাই তাঁদের নিরাপত্তার কথা ভেবে মেদিনীপুর সেন্ট্রাল জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিয়ে আসা হবে ঘাটালে।”

তবে কোনও আসামিই পালানোর চেষ্টা করেনি বলে জানা গিয়েছে। কিন্তু এই দৃশ্য যে কার্যত নজিরবিহীন তা বলাই বাহুল্য। আর সেই কারণেই তা দেখতে ভিড় করে এলাকার গ্রামবাসী। জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে কার্যত জলমগ্ন গোটা ঘাটালই। বহু বাড়িতে ঢুকে পড়েছে জল। এসডিও অফিসেও জল ঢুকে পরিস্থিতি রীতিমতো সঙ্গীন হয়ে পড়েছে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর