একি কাণ্ড! ঘটালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেবের সভামঞ্চ! তারপর?

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ঘাটাল মাস্টার প্ল্যানকে পাখির চোখ করে ফের একবার ভোটে দাঁড়িয়েছেন দীপক অধিকারী ওরফে দেব (Dev)। প্রখর রোদ মাথায় নিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন তৃণমূল প্রার্থী। বুধবার আবার রামনবমী উপলক্ষ্যে সকাল থেকেই ব্যস্ত ছিলেন তিনি। দিনভর জনসংযোগের পর রাতে একটি পথসভা করছিলেন ঘাটালের (Ghatal) বিদায়ী সাংসদ। তবে আচমকাই সেই সভা মঞ্চ হুড়মুড় করে ভেঙে পড়ে!

গতকাল সকাল থেকেই নানান কারণে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন দেব। প্রথমে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে দেবের পথসভার মঞ্চ ভেঙে পড়ার খবর। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

গতকাল রাত ৮টা নাগাদ ঘাটাল মনোহরপুকুর (১) গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর ঝাউতলায় একটি পথসভা করছিলেন জোড়াফুল প্রার্থী। দেব ছাড়া সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল (TMC) সভাপতি দিলীপ মাঝি , তৃণমূল নেতা বিকাশ কর। একাধারে বিদায়ী সাংসদ, অন্যদিকে টলিউডের নামী অভিনেতা, দেবের জনসভায় ভালোরকমই ভিড় হয়েছিল। তৃণমূল প্রার্থীও হাসিমুখে সবার সঙ্গে হাত মেলাচ্ছিলেন। এর মাঝে আচমকাই ভেঙে পড়ে অনুষ্ঠান মঞ্চ।

আরও পড়ুনঃ রামনবমীর মিছিলে আক্রমণ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ! এবার চরম পদক্ষেপ শুভেন্দু অধিকারীর!

তবে ঠিক সময়ে তাঁকে ধরে নেন নিরাপত্তারক্ষীরা। মঞ্চে উপস্থিত বাকিদেরও নিরাপদে নামিয়ে আনা হয়। কারোর চোট পাওয়ার খবর এখনও সামনে আসেনি। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, উপস্থিত জনতার সঙ্গে হাত মেলাচ্ছেন দেব। তখনই আচমকা মঞ্চ ভেঙে পড়ে। প্রথমে খানিক বেসামাল হলেও পরে নিজেকে সামনে নেন তৃণমূল নেতা। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন তাঁকে।

ghatal tmc candidate dev stage broke down

উল্লেখ্য, গতকাল সকালে দেবের মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনে অবাক হয়েছিলেন অনেকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ভক্তি নয়, বরং ভয়ে শ্রীরামের নাম নিচ্ছেন তৃণমূল প্রার্থী। তবে দেব এই প্রসঙ্গে স্পষ্ট বলেন, ‘একজন এই স্লোগান ব্যবহার করে মানে পুরোটাই তো তার হয়ে যায় না। ঠাকুর কখনও কারোর একার হতে পারে না। ছোটবেলা থেকে মা-বাবার কাছে এই কথাই শুনেছি। ধর্ম শান্তির বার্তা দেয়। সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলাই হল পরম ধর্ম। আর একজন জনপ্রতিনিধির কর্তব্য হল সকল শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়ে চলা। আমি ইফতারে গিয়েছি, রামনবমী তাহলে কি দোষ করেছে?’

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর