বাংলাহান্ট ডেস্ক : আজকাল ইন্টারনেটে কত কিছুই না ঘুরে বেড়ায়। কিছু ভাইরাল হয়, কিছু হয়না! এবার নেট নাগরিকরা মাতলেন ঘিবলি স্টাইল (Ghibli Anime Style-Viral) নিয়ে। ঘিবলি জ্বরে কাবু আপামর জনগণ! কেউ নিজেদের ছবি নিয়ে ঘিবলি স্টাইলে ছবি বানাচ্ছেন, কেউ আবার তারকাদের ছবি বানাচ্ছেন ঘিবলি স্টাইলে।
ঘিবলি স্টাইল (Ghibli Anime Style-Viral) কি?
সোশাল মিডিয়া জুড়ে এখন এইসব ছবি (Photo) ঘুরে বেড়াচ্ছে। এখন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে শচীন তেণ্ডুলকর এমনকি ডোনাল্ড ট্রাম্প-বাদ পড়ছেন না কেউই, নয়া এই স্টাইলে মুগ্ধ নেটিজেনরা। জানেন কি ঘিবলি স্টাইল কি? কিভাবে বানানো যায় এই স্টাইলে ছবি? ঘিবলি ইনকর্পোরেশন হল, জাপানের রাজধানী টোকিওর একটি বিশ্বখ্যাত অ্যানিমেশন স্টুডিও।
আরও পড়ুন : বিপুল টাকার ঘুষ! চরম দুর্নীতি রাজ্যে, তল্লাশিতে ১১.৬৪ কোটির “ক্যাশ” উদ্ধার ইডির, শুরু হইচই
এই স্টুডিওটি তৈরি হয়েছিল ১৯৮৫ সালে। বিশ্ব বিখ্যাত অ্যানিমেশনগুলি এই স্টুডিওতেই তৈরি হয়। এরমধ্যে অসংখ্য ছবি রয়েছে যেমন, ‘স্পিরিটেড অ্যাওয়ে’, ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস’ থেকে শুরু করে ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’। স্টুডিও ঘিবলির ছবিগুলি অসম্ভব যত্ন নিয়ে বানানো হয়। হাতে আঁকা হয় প্রত্যেকটা ফ্রেম। রং করা হয় জলরং ও অ্যাক্রিলিকে। কম্পিউটার অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার হল মূলত হাতেই ছবি আঁকা হয় এই স্টুডিওতে।
আরও পড়ুন : ভূস্বর্গে গুলির লড়াই! “সাফাইয়া” অভিযানে নামল সেনা, খতম দুই জঙ্গি, উদ্ধার এক পুলিশকর্মীর দেহ
এবার নেট দুনিয়ায় হঠাৎ করেই ভাইরাল (Viral) হয়ে গিয়েছে ঘিবলি স্টাইলে (Ghibli Anime Style-Viral) ছবি তৈরি। এখন ঘিবলি স্টাইলে বিভিন্ন ছবি যেমন ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র কিছু আইকনিক দৃশ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের শতরানের মুহূর্ত তৈরি হচ্ছে। নিজেরাও এই ছবি বানিয়ে শেয়ার করছেন নেটিজেনরা। এবার জেনে নেওয়া যাক কিভাবে এই ছবিগুলি বানানো যাচ্ছে।
সবার আগে openai.com-এ লগ ইন করতে হবে। তারপরেই শুরু করুন কনভারসেশন। ক্লিক করুন ‘নিউ চ্যাট’-এ। সেখানে একটি ইমেজ প্রম্পট লিখতে হবে। স্টুডিও ঘিবলি স্টাইলে আপনি যেভাবে ছবি তৈরি করতে চাইছেন তা বিস্তারে লিখুন। তারপর এন্টার টিপলেই চলে আসবে আপনার ছবি। যে ছবিটি তৈরি হবে সেটি এবার নিজের ডিভাইসে সেভ করে নিন। এই ধরনের ছবি বানানো যেতে পারে গ্রকের মতো এআই টুল ব্যবহার করেও। স্ন্যাপচ্যাটেও রয়েছে ঘিবলি ফিল্টার।