শহীদ জওয়ান হরভজন সিং বর্ডারে দিয়ে চলেছেন এখনো পাহাড়া

বাংলা হান্ট ডেস্ক:নাথুলা পাশ অর্থাৎ সিকিমের ভারত-চীন বর্ডার এর কথা হয়তো জানেন অনেকেই। হরভজন সিং নামে এক ভারতীয় বিএসএফ সেনা এখানেই কাজ করতেন। এই হরভজন সিং চীনের সঙ্গে যুদ্ধের সময় হয়েছিলেন শহীদ। আর এই ব্যক্তি ঘিরেই এখানে রয়েছে নানান জল্পনা।

অনেকের মতে বাবা হরভজন সিং এখনও পর্যন্ত এই বর্ডারে পাহাড়া দিয়ে চলেছে।কিছু কিছু বিএসএফ জওয়ান দের মতে এই বাবা হরভজন সিং কোনো জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে নাকি এখনো তুলে দেন।
72fbc 54
তাছাড়া কিছু কিছু ব্যক্তিদের মতে একটি অচেনা অজানা পায়ের শব্দ সবসময় তাঁদের তাড়া করে বেরায়। তাঁদের মতে বাবা নাকি সবসময় তাঁদের তৈরী থাকতে বলেন যুদ্ধের জন্য।

একটি ঘটনা তাঁর মৃত্যু থেকে মিৎ হিসেবে প্রচলিত। তাঁর মৃত্যুর পর এখনও পর্যন্ত তাঁর বাড়িতে কাউকে পোস্টিং দেওয়া হয়নি। এমনকি সময়ে সময়ে তাঁর পরনের ইউনিফর্ম টাও নাকি ধুলোময় হয়ে যায়।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত তাঁর নামে একটি সরকারি ছুটি গ্র্যানট হয়। ছুটি পড়লে নির্দিষ্ট দিনে সেনারা তাঁর বাড়িতে একটি ট্যাঙ্ক নিয়ে যান এবং এবং সময়মতো পৌঁছানো হয় তাঁর কেবিনে।

সম্পর্কিত খবর