দিদির নির্দেশ মেনে 65 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন রাজ্যের মন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : প্রেমের যেমন বয়স থাকে না তেমনই বিয়ের বয়স থাকে না তা এবার প্রমাণ করতে চলেছেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। যদিও বিয়েটা দিদির চাপে পড়ে করতে হচ্ছে । চলতি বছরের ডিসেম্বরে গিয়াস উদ্দিন মোল্লার বিয়ে হওয়ার কথা। যদিও বয়সটা একটু বেশিই, 65, কিন্তু তাতে কী? শরীরের যত্ন নেওয়া এবং তাঁকে দেখভাল করার জন্য অবশ্যই বিয়ের দরকার আছে তাই দিদির নির্দেশে এবং পরিবারের চাপ এর জেরে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন।Giasuddin Molla 1280x720

দেড় বছর আগে দীর্ঘদিনের জীবনসঙ্গী হাফিজা বিবি মারা গিয়েছেন। তিন সন্তান সকলেই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন আর পরিবারের সদস্য বলতে রয়েছেন এক বৃদ্ধা দিদি। তাই তো মন্ত্রীকে দেখা শোনা করার লোক নেই। এমনিতেই এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে হয় আবার নির্বাচনের সময় একেবারেই খাওয়া ঘুম ফেলে শুধু মাত্র কাজ তাই দিদির অনুরোধে জীবন সায়াহ্নে এসে বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন রাজ্যের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।

পরিবার সূত্রে জানানো হয়েছে ব্লাড সুগার সহ আনুসঙ্গিক শারীরিক সমস্যা রয়েছে , তাতেও ঠিকমতো খাওয়া দাওয়া ওষুধ এসব হয় না গিয়াস উদ্দিন মোল্লার তাই তাকে দেখভাল করার জন্য তাঁর দিদি বারবার বিয়ের চাপ দিচ্ছেন তাই দিদির কথা মেনে মন্ত্রী মশাই এবার বিয়ের পিঁড়িতে বসবেন। পাত্রীও দেখা শেষ তবে বিয়ের কথা নিজের মুখেই স্বীকার করেছেন গিয়াসউদ্দিন মোল্লা।

তবে গিয়াস উদ্দিনের বিয়ের খবর শুনে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি নিমন্ত্রণ পাওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।

সম্পর্কিত খবর