Russia-Ukraine: রাশিয়া-ইউক্রেন সংঘাতেও ‘মেলোডি’র ছোঁয়া, যুদ্ধ থামাতে ভারতের মধ্যস্থতা চাইলেন মেলোনি

বাংলাহান্ট ডেস্ক : রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ থামাতে ভরসা ভারতই। এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) মুখেও শোনা গেল একই কথা। সম্প্রতি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক সারার পর দুই দেশের যুদ্ধ থামাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত প্রকাশ করেন মেলোনি। আর এর পরেই মোদী মেলোনি রসায়নের নতুন দিক দেখতে পাচ্ছে নেটমহল।

রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ থামাতে ভারতের সাহায্য দাবি

শনিবার ইতালিতে ইউক্রেন (Russia-Ukraine) প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৈঠক শেষে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ হলে অশান্তি এবং সঙ্কট বাড়বে, একথা সকলেরই জানা। আবার এটাও ঠিক যে সঙ্কট দীর্ঘমেয়াদী হলে আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক অর্থনীতি একসঙ্গে চলতে পারে না। এরপরেই তিনি বলেন, চিনের প্রধানমন্ত্রীকেও তিনি একই কথা বলেছেন। তাঁর মতে, ভারত এবং চিনের মতো দেশ রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংঘাত মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরো পড়ুন : Bangladesh: সরকারি দফতরে হিন্দু কর্মচারীর সংখ্যা কত? বেনজির বিজ্ঞপ্তি বাংলাদেশে, দুশ্চিন্তায় সংখ্যালঘুরা

মেলোনি এদিন জোর দিয়ে বলেন, চিন এবং ভারত এই সমস্যা মেটাতে ভূমিকা নেবে এ তাঁর বিশ্বাস। ইউক্রেনকে সরিয়ে দিলে সমস্যা মিটবে না। ইউক্রেনকে সমর্থন করারই সিদ্ধান্ত ছিল প্রথম থেকে। সেটা পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দেন মেলোনি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মন্তব্য করেছিলেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে পারে ভারত, চিন এবং ব্রাজিল।

আরো পড়ুন : Deepika Padukone: অব্যাহত রইল উৎসব, গণেশ চতুর্থীর পরদিনই মা হলেন দীপিকা পাডুকোন

ফের উসকাল মেলোডি ট্রেন্ড

এদিকে ভারতের মধ্যস্থতা দাবি করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মন্তব্য ‘মেলোডি’ ট্রেন্ডে হাওয়া দিয়েছে। মেলোনি এবং মোদী জুটির ‘মেলোডি’ ইতিমধ্যেই নেটমহলে ট্রেন্ডিং। এমনকি দুই দেশের প্রধানমন্ত্রীও এই ট্রেন্ড নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। ইতালিতে জি ৭ সম্মেলনে মোদী মেলোনির ‘মেলোডি টিম’ এর কয়েক সেকেন্ডের ভিডিও বার্তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। এবার রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) ইস্যুতেও ইতালির প্রধানমন্ত্রীর মুখে ভারতের উল্লেখ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Russia-Ukraine

উল্লেখ্য, এর আগেও রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংঘাত থামিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানে আসার পক্ষ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সফরে গিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠক করেছেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর