উত্তেজক পরিস্থিতি ঝাড়খণ্ডে, হিন্দুদের দোকান-বাড়ির বাইরে লাগানো হল বিক্রির পোস্টার

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রদায়িক হিংসার এক নতুন নিদর্শন দেখা গেল ঝাড়খণ্ডের গিরিডির পাঁচবা থানা এলাকায়। গত ১২ জুন রাতে মারাত্মক উত্তজেনা দেখা যায় বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি ঘিরে। অনেকই অভিযোগ করেন এলাকার পুলিশ প্রশাসন একটি বিশেষ ধর্মের দিকে ঝুঁকে রয়েছে। সাম্প্রদায়িক হিংসার জেরে গিরিডিতে বহু দোকনই মঙ্গলবার বন্ধ ছিল। আর সেই বন্ধ দোকানগুলির গায়েই সেগুলি বিক্রির জন্য পোস্টার লাগিয়ে দেওয়া হয়।

সাম্প্রদায়িক হিংসার জেরে ইতিমধ্যেই উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি এলাকা। অভিযোগ সেখানে প্রায় ১৫০টি দোকানের দেওয়ালে বিক্রির পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। ১২ জুন সাম্প্রদায়িক হিংসার পর পুলিশ এলাকা থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে বলে জানা যাচ্ছে। তবে অভিযোগ যাদের পুলিশ গ্রেফতার করেছে, তারা আসল দোষীই নয়। আসল দোষীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

বিষয়টি নিয়ে বিজেপি নেতা তথা এলাকার প্রাক্তন বিধায়ক নির্ভয় কুমার শাহাবাদী থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন বলে জানা যাচ্ছে। পুলিশ সরাসরি জানিয়ে দেয় ঘটনায় কারোর কোনও অভিযোগ থাকলে তা পুলিশ স্টেশনে এসে লিখিত ভাবে জানাতে হবে, তবেই পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে। পরিস্থিতি ভয়াবহ দিকে যেতেই এলাকার বহু দোকান বন্ধ রাখা হয়। সেই সময় এক বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিদের বন্ধ দোকানে ‘দোকান বিক্রি হবে’ এমন পোস্টার লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু দোকান নয়, বাড়ি বিক্রির পোস্টারও ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে।

giridih

দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। এইভাবে একের পর এক বাড়ি ও দোকান বিক্রির পোস্টার পরায় বিজেপি নেতারা বিক্ষুব্ধ। তবে এলাকার অনেকেই দাবি করছেন এক ব্যক্তির প্ররোচনাতেই এই কাণ্ড ঘটে চলেছে। ওই ব্যক্তির কথাতেই পুলিশ একতরফা ভাবে কাজ করছে। যদিও পুলিশের তরফ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর