নেশা করতে বারণ করেছিলেন বাবা, মদ‍্যপ অবস্থায় ক্ষিপ্ত হয়ে পাঁচতলা থেকে ঝাঁপ বলিউড পরিচালকের ছেলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রঙের উৎসব এক পোঁচ কালি লেপে দিল বলিউড পরিচালক গিরিশ মালিকের (Girish Malik) জীবনে। হোলির দিনেই নিজের ছেলেকে হারালেন ‘তোরবাজ’ ছবির পরিচালক। ১৮ মার্চ বহুতলের পাঁচ তলা থেকে পড়ে গিয়ে মৃত‍্যু হয় পরিচালকের ১৭ বছরের ছেলে মান্নানের (Mannan)। জানা গিয়েছে, বাবার উপরে অভিমান করেই আত্মহত‍্যা করেছেন তিনি।

১৮ মার্চ হোলির দিনে আচমকাই এসে পৌঁছায় ‘তোরবাজ’ পরিচালকের ছেলের মৃত‍্যু সংবাদ। পাঁচতলা থেকে পড়ে মৃত‍্যু হয় বছর সতেরোর মান্নানের। প্রথমে শোনা গিয়েছিল, বহুতলের ব‍্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত‍্যু হয়েছে তাঁর। কিন্তু এখন জানা গেল অন‍্য ব‍্যাপার।


সর্বভারতীয় স‌ংবাদ মাধ‍্যম সূত্রে খবর, হোলি খেলতে গিয়েছিলেন মান্নান। বিকেলে বাড়ি ফেরেন তিনি। এরপরেই খবর আসে মুম্বইয়ে নিজের ওবেরয় স্প্রিংস এর বাড়ির পাঁচতলা থেকে পড়ে গিয়েছেন মান্নান। সঙ্গে সঙ্গে কোকিলাবেন অম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি।

এবার পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মান্নান স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছিলেন পাঁচতলা থেকে। অর্থাৎ দুর্ঘটনা নয়, এটা আত্মহত‍্যার ঘটনা বলে দাবি পুলিস সূত্রে। ময়না তদন্তের পরেই এই তথ‍্য পাওয়া গিয়েছে।  অম্বোলি পুলিস থানার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, হোলি খেলতে বেরিয়ে মদ‍্যপান করেছিলেন মান্নান।

বাড়িতে ফিরেও নেশা করা বন্ধ করেননি তিনি। পরিচালক ছেলেকে মানা করেছিলেন আর মদ‍্যপান না করতে। কিন্তু কথা কানে তোলেনি ছেলে। এমনকি নিজের মায়ের সঙ্গেও দুর্ব‍্যবহার করেন তিনি। রীতিমতো ক্ষিপ্ত হয়ে জানলার কাঁচ ভেঙে ফেলেন মান্নান। পুলিসের তরফে জানা গিয়েছে, মা বাবা যখন আশেপাশে ছিলেন না তখনি ঝাঁপ দেন মান্নান।

মদ‍্যপান করলেই নাকি নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকত না তাঁর। আজ, ২০ তারিখ ময়না তদন্ত করা হয়েছে মান্নানের মৃতদেহের। দিল্লিতে তাঁর শেষকৃত‍্য হবে বলে খবর। গিরিশ মালিক পরিচালিত ‘তোরবাজ’ ছবির অভিনেতা সঞ্জয় দত্ত শোক প্রকাশ করেছেন এই খবরে।

সম্পর্কিত খবর

X