কন্যাশ্রী কন্যাশ্রী বলে সরকার চিৎকার করে কিন্তু নির্যাতন হলে থানায় অভিযোগ নেয়না পুলিশ- লকেট

বাংলাহান্ট– গোয়ায় সাঁতারে অংশ নিতে গিয়ে নিজের কোচের হাতেই যৌননির্যাতনের শিকার নির্যাতিতা নাবালিকার বাড়িতে গেলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন দুপুরে হুগলীর রিষড়ার এই নাবালিকা সাঁতারু বাড়িতে এসে সর্বদা তার পাশে থাকার অাশ্বাস দেন সাংসদ। পাশাপাশি পুলিশের ভুমিকায় সরব হয়ে তিনি বলেন, নাবালিকা এই সাঁতারুর অভিযোগ প্রথমে থানা নেয়নি কেন।যেখানে এরাজ্যে কন্যাশ্রী কন্যাশ্রী বলে চিতকার করা হয় সেখানে এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ দিতে গেলে থানা অভিযোগ নিতে চায় না কেন।

অবিলম্বে থানার গুলির এই সব কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। লকেট অারও বলেন তিনি সবসময় এই নাবালিকা জীবনে এই কান্ডটি কোন বাঁধা হয়ে দাড়াবে বা অামাদের কেন্দ্রীয় সরকার সবসময় ওর পাশে থাকবে।

images 14

অামরা চাইবো অভিযুক্ত কোচের কঠোর শাস্তি হোক।এই নাবালিকা একটা দৃষ্টান্ত স্হাপন করলো এরপর ক্রীড়া জগতে এই সব নোংরা কারকরার অাগে তাকে ভাবতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর