ছেলেদের থেকেও গাঁজায় বেশি আসক্ত হয়ে পড়ছে মেয়েরা, বলছে সমীক্ষা!

 

বাংলা হান্ট ডেস্কঃ : বর্তমান পুরুষদের থেকে মহিলারা বেশি ধূমপান করে এমনটাই বলছে সমীক্ষা। একটা সময় ছিল যখন রাস্তা ঘাটে মেয়েদের হাতে সিগারেট দেখার কথা ভাবনা চিন্তার বাইরে ছিল। কিন্তু এখন মেয়েদের হাতে সিগারেটটা কোন ব্যাপারই নয়। শুধুমাত্র সিগারেটই নয়, গাঁজা সেবনের ক্ষেত্রেও মেয়দের থেকে এগিয়ে মেয়েরাই।

সম্প্রতি মহিলাদের ধূমপানের ওপর সমীক্ষা করেছিল বেশ কয়েকটি সংস্থা। তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। নেটিজেনদের একটা বড় অংশ ডুবে রয়েছে ধূমপানে। শুধু সিগারেটই নয় হুক্কা, গাঁজা ইত্যাদির নেশাও ছেলেদের তুলনায় বেশি করে থাকে মেয়েরা।

IMG 20200622 192933

‘অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া’ সমীক্ষা চালিয়ে দেখেছে কলকাতা, দিল্লী, মুম্বাই, জয়পুর, হায়দ্রাবাদ শহরে মেয়েদের ধূমপানের প্রবণতা সব থেকে বেশি কিন্তু এই দেশ গুলির মধ্যেও কলকাতার মেয়েরা সব থেকে বেশি ধূমপান করে এমনটাই বলছে সমীক্ষা।

১৮ থেকে ৩০ বছর বয়সের মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা সব থেকে বেশি তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন প্রায় ১.৫ কোটি মহিলা ধূমপান করেন। আগামী প্রজন্ম আরো বেশি ধূমপানে আগ্রহী হবে বলে ধারণা।

Udayan Biswas

সম্পর্কিত খবর