আরশোলায় নেই কোনো ভয়, তাই প্রমাণ দিতেই বয়ফ্রেন্ডকে মুখে আরশোলা নিয়ে ছবি পাঠালো গার্লফ্রেন্ড 

 

বাংলা হান্ট ডেস্ক :- আরশোলা ফোবিয়া ছেলে-মেয়ে নির্বিশেষে লক্ষ্য করা যায়,তবে এই বিষয়টিও লক্ষ্যনীয় যে মেয়েদের এই ভীতি একটু বেশিই থাকে। তবে এটাও ঠিক মেয়েদেরই যে শুধু আরশোলার প্রতি দারুণ ভয় থাকে,এমনটা সবসময় দেখা যায়না। অনেক সাহসিনীই আছেন যারা আরশোলায় ভয় না পেয়ে বরং আরশোলা মাত্রায় অনেকটাই বেশি পরিমাণে আগ্রহী ও তৎপর। কিন্তু একথা বয়ফ্রেন্ডকে বোঝায় সেটা কার সাধ্য!

 

শেষ পর্যন্ত আরশোলা তে ভয় না পাওয়ার প্রমান হিসেবে মুখের উপর আরশোলা ছেড়ে বয়ফ্রেন্ডকে পাঠাতে হল একটি ছবি। ঘটনাটি অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। আরশোলায় ভয় নেই তা প্রমাণ করতে অস্ট্রেলিয়ার বাসিন্দা ব্রিটনি এমনই একটি পন্থা অবলম্বন করলেন।

1c52b img 20190504 wa0040

জানা গিয়েছে, ছবিটি পাঠানোর সাথে সাথেই ভীষণই সন্ত্রস্থ হয়ে পড়েন তার বয়ফ্রেন্ড।তবে ব্রিটনি, আর যাই হোক আরশোলা ভীতিতে ভোগেন না এই কথাটি বিশ্বাস এখনও হয়েছে কিনা সেটাই অত্যন্ত রহস্যের।

সম্পর্কিত খবর