ভালোবাসাকে ফিরে পেতে ধর্ণায় বসল প্রেমিকা, প্রেমিকের বাড়ির সামনে

 

বাংলাHunt : ধূপগুড়ি ঘটনার পর এবার ভালোবাসা কে পেতে ধর্ণায় বসল প্রেমিকা প্রেমিকের বাড়ির সামনে । ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার রাধাকান্তপুরের পূর্বপাড়ায়। এই ঘটনায় এলাকায় লোকেদের ভিড় জমতে শুরু করছে।

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে হঠাত একটি পিঠ ব্যাগ নিয়ে প্রেমিক জিন্নাত আলীর বাড়ির সামনে এসে হাজির হয় প্রেমিকা মাফিজা খাতুন (23)। ব্যাগে করে আনা কাগজ পেতে বাড়ির বাইরে এক কোনে বসে পরে। সেই দেখে প্রেমিকের বাড়ির লোকজন বাড়িতে তালা লাগিয়ে বাড়ি ছেড়ে চলে যায়।
সূত্রের খবর ফেসবুকের মাধ্যমে প্রথমে আলাপ হলেও দুজনেই পলাশী কলেজের বিএ তৃতীয় বর্ষের পড়ুয়া। বেশ কয়েক বছর দুজনের সম্পর্ক থাকলেও ইদানিং পরিবারের চাপে বেঁকে বসে জিন্নাত। তারপরই সোমবার প্রেমিকের বাড়ির সামনে সারাদিন ধর্ণায় রয়েছে মাফিজা হারানো ভালোবাসা ফিরে পেতে।

91260 img 20190625 wa0172

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রেমিকের মা রবিনা বিবি।গতকাল থেকে আজও ওই প্রেমিকা ধর্নায় তার প্রেমিকের জন্য।

সম্পর্কিত খবর