বাংলা হান্ট ডেস্ক:ভালোবাসা ফিরে পাওয়ার দাবিতে ধর্না, বিগত কিছু দিনে বাংলা তার অনেকগুলো নজির ই দেখেছে। এবার কালিগঞ্জে বিয়ে দাওয়ার দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন বেলডাঙ্গা কলেজের ছাত্রী সারজিনা খাতুন।এইরকম স্বপ্ন নিয়ে এর আগেও ধরনায় বসেছেন বেশ কয়েকজন প্রেমিক-প্রেমিকা। কেউ সুবিচার পেয়েছেন তো কাউকে রীতিমতো মারধর খেতে হয়েছে।
কালীগঞ্জের ছোট চাঁদঘরের শিকারি পাড়ায় রাজু শেখের বাড়ির সামনে রবিবার সকালে ধরনা দিলেন তেইশ বছরের এক যুবতী যার বাড়িও সেই একই পাড়ায়। সারজিনার দাবি, দীর্ঘ দশ বছর ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তাঁর। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন সম্পর্ককে স্বীকার করছেন না তার প্রেমিক। এই খবর পেতেই রাজু শেখের বাড়ির সামনে ধরনায় বসেন তিনি। কিন্তু সেই অঞ্চল থেকে থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তবে হ বিকেলে ফের রাজুর বাড়ির সামনে ধরনায় বসেন তিনি।