সমীক্ষা বলছে সেক্স করার সময় মেয়েরা ছেলেদের দাঁত সবচেয়ে বেশি ভয় পায়, আসুন জেনে নি তার কারণগুলো

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক :- সেক্স হল মানব ধর্মেরই একটি অঙ্গ। একটি সুস্থ স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক সবসময়ই শারীরিক সম্পর্ক বা সেক্সের উপর অনেকাংশেই নির্ভর করে।

 

ইদানিং, একটি সমীক্ষা তে দেখা গেছে এই সেক্সের সময় মেয়েরা ছেলেদের দাঁত কে যথেষ্ট সমীহ করে চলে। বৈজ্ঞানিক ভিত্তিতে জানা গিয়েছে, স্বাভাবিক ভাবে মেয়েদের তুলনায় ছেলেদের আগে রাগমোচন হয়। তার কারণ হল মেয়েদের থেকে ছেলেদের উত্তেজনা কিছু পরিমাণ হলেও বেশি। সেক্সের সময় উত্তেজনা থাকে চরম তুঙ্গে, আর এই উত্তেজনা সমস্ত অঙ্গের মধ্য দিয়ে প্রকাশ পেতে থাকে বিশেষত দাঁত।

সেক্সের সময় ছেলেরা তাদের দাঁতের মাধ্যমে তার সঙ্গীকে যথেষ্ট ভাবে আঘাত করতে পারে এমনকি অনেক সময় মেয়েদের স্তনেও দাঁতের দাগ বসে যায়। তাই সমীক্ষা অনুযায়ী মেয়েরা সেক্সের সময় যতটা সম্ভব ছেলেদের দাঁত এড়িয়ে চলে।

X