ক্লাসে ছেলে-মেয়েদের একসঙ্গে বসা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে! মন্তব্য বিজয়ন ঘনিষ্ঠ নেতার

বাংলা হান্ট ডেস্কঃ “ভারতের সংস্কৃতি ইউরোপ কিংবা আমেরিকার মত নয়! এখানে ছেলে এবং মেয়েরা যদি ক্লাসরুমে একসাথে বসে, তবে তা জন্ম দেয় নৈরাজ্যের”, এদিন কেরালা সরকারের নয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন ভেল্লাপল্লী নাটেসন (Vellappally Natesan)। হিন্দু এজহাভা সম্প্রদায়ের নেতা তিনি। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।

উল্লেখ্য, সম্প্রতি কেরালায় লিঙ্গ বৈষম্য দূর করতে ছেলে ও মেয়েদের ক্লাসরুমে একসাথে বসার তথা Co-Ed স্কুল শুরু করার পরিকল্পনা নেয় সরকার। তবে এদিন সেই পরিকল্পনার বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন ভেল্লাপল্লী। ছেলে এবং মেয়েদের একই ইউনিফর্ম এবং ক্লাসরুমে একসাথে বসার রূপরেখা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এটি নৈরাজ্যের জন্ম দেবে। ভারতবর্ষের ছেলে এবং মেয়েদের ক্লাসরুমে একসাথে বসা আসলে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে।”

   

উল্লেখ্য, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা। অতীতেও একাধিক সময় বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন ভেল্লাপল্লী। সেই ধারা বজায় রেখে এদিন তিনি বলেন, “ক্লাসরুমে ছেলে এবং মেয়েদের একসাথে বসার পক্ষে আমাদের অনুমতি নেই। ভারতবর্ষের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা কখনোই আমেরিকা কিংবা ইংল্যান্ডের অনুকরণ করি না। এক্ষেত্রে ছেলে এবং মেয়েদের আলিঙ্গন থেকে শুরু করে একসাথে বসে পঠন-পাঠন আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। পরবর্তী সময়ে এটি নৈরাজ্য ডেকে আনবে।”

একইসঙ্গে এদিন ছেলে-মেয়েদের একসাথে ক্লাস করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেন ভেল্লাপল্লী। তিনি বলেন, “১৮ বছর বয়সের কম পড়ুয়া এবং কলেজের তরুণদের একসাথে পঠন-পাঠন করা কিংবা আলিঙ্গন কখনোই উচিত নয়। ভারতবর্ষের ক্ষেত্রে এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।”

পাশাপাশি কেরালার নয়া এই পরিকল্পনা সামাজিক ক্ষেত্রে ভুল বার্তা বহন করবে বলেই মত তাঁর। এক্ষেত্রে ভেল্লাপল্লীর মন্তব্য প্রসঙ্গে কেরালা সরকারের কোনরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে তাঁর এই বক্তব্য রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর