ভাইরাল ভিডিও : পাশাপাশি বাড়ির ছাদ হল কোর্টের দুই অংশ, লকডাউনে চুটিয়ে টেনিস খেলল দুই কন্যে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সময়ের সাথে বদলানোই টিকে থাকার মূলমন্ত্র, সময়ের সাথে বদলে যায় জীবনযাত্রার ধরন। বদলে যায় বিনোদন থেকে খেলাধুলাও। করোনা পরিস্থিতিতে যখন সারা পৃথিবী লকডাউনে তখন এমনই এক বদলের ভিডিও ভাইরাল হল সামাজিক মাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, লকডাউনে পাশাপাশি দুটি বাড়ির ছাদকে টেনিসের কোর্ট বানিয়ে নিয়েছেন দুই কন্যে। ঘটনাটি ইতালির লিগুরিয়ান শহরের। গত শুক্রবার ফেসবুকে একটি স্থানীয় টেনিস ক্লাবের পোস্ট করা ২৩-সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের তরফ থেকে। এই ভিডিও দেখে রীতিমতো উচ্ছ্বসিত নেট পাড়ার বাসিন্দারা। যদিও অনেকেই মন্তব্য করেছেন এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে, কারন টেনিস বলের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে যেতেই পারে।

খেলোয়াড়দের মধ্যে একজন ভিটরিয়ার মা ম্যাক্স অলিভেরি রয়টার্সকে বলেছেন যে তিনি এই ভিডিওটি করেছেন কারণ তার প্রশিক্ষক খেলোয়াড়দের বাড়িতে প্রশিক্ষণের শেয়ার করতে বলেছিলেন।

স্বাভাবিক ভাবেই, এই প্রাকটিসে বেশ কয়েকটি বল, দুই বাড়ির মধ্যবর্তী রাস্তায় পড়ে গিয়েছিল। তবুও তাতে দমে যায়নি এই দুই মেয়ে।

এই মুহুর্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আমেরিকা এই মুহুর্তে করোনার ভর কেন্দ্র হলেও, ইতিমধ্যেই করোনার থাবার বিধ্বস্ত ইতালি। সেখানে এখনো অব্যাহত মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে এই ভাবে টেনিস খেলা কতখানি করোনা মুক্ত, সে প্রশ্ন থাকছেই।

ভারতে এখনো পর্যন্ত এই মারন ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। চিকিৎসা চলছে ১৪৭৫৯ জনের। রাজ্যের বিচারে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। এখনো পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬৬৬ জন।

X