বাংলা হান্ট ডেস্ক: মহিলারা যবে থেকে স্বাধীনতা পেয়েছে, দিনের পর দিন অপহরণের মতো অপরাধ বেড়েই চলেছে। এমনই মন্তব্য করলেন খোদ উচ্চপদস্থ পুলিস কর্তা। গত বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে সমাজের নানা সমস্যার দিক গুলি তুলে ধরেন মধ্যপ্রদেশের ডিজিপি ভিকে সিং। এর সাথে সাথে সমাজে বেড়ে চলা অপরাধ প্রবণতার কথা নিয়েও তিনি নিজের বক্তব্য রাখেন।
সমাজে প্রতিনিয়ত বেড়ে চলা বিভিন্ন সমস্যার কথা বলতে বলতে, একটি নতুন সমস্যার কথা আলোচনা করতে গিয়ে ডিজিপি ভিকে সিং বলেন, ‘এখন এক নয়া প্রবণতা দেখা যাচ্ছে আইপিসি ৩৬৩ (অপহরণ) ধারায়। মেয়েরা যত স্বাধীনচেত্তা হচ্ছেন, স্কুল-কলেজ, রাস্তাঘাটে বিভিন্ন লোকের সঙ্গে মিশছেন। এরপরে তারা যদি কারো সাথে পালিয়ে যায় তাহলে তাদের পরিবারের লোকেরা অপহরণের অভিযোগ নিয়ে এসে থানায় দায়ের করছেন।’ ডিজিপি-র এমন মন্তব্য সমালোচনার মুখে পড়েছে সর্বত্র।