সবাইকে সুযোগ দিয়েছেন, ৫ টা বছর আমাদের সুযোগ দিন ৭০ বছরের ধ্বংস থেকে মুক্তি দেবঃ নরেন্দ্র মোদী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার খড়গপুরে দলীয় প্রার্থীর প্রচারে জনসভায় হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে যেমন তুলোধনা করতে ছাড়েননি, তেমনই বাংলার মানুষের কাছে কিছু আবদার করেলেন প্রধানমন্ত্রী মোদী।

বঙ্গবাসীকে ভয় না পাওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘এইবার ভয় নয়, শুধুই জয়। পশ্চিমবঙ্গের মানুষের জয়। আমি আপনাদের স্বপ্ন পূরণ করেই ছাড়ব। আগের নির্বাচন গুলোতে তৃণমূল যেভাবে ভোট করাত, এবার আর হবে না। আপনারা রুখে দাঁড়ান। আমি আশ্বস্ত করছি, আপনারা শান্তিতে ভোট দিতে পারবেন’।

মঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে মোদী জি বলেন, ‘আপনারা কংগ্রেস এবং বামদের ধ্বংস দেখেছেন। আপনাদের স্বপ্ন নষ্ট করেছে তৃণমূল। গত ৭০ বছরে আপনারা সবাইকে সুযোগ দিয়েছেন, এবার শুধু ৫ টা বছর আমাদের (বিজেপি) সুযোগ দিন। আমরা বাংলাকে ৭০ বছরের ধ্বংস থেকে মুক্তি দেব। আমরা আপনাদের জন্য জীবন উৎসর্গ করে দেব’।

সম্পর্কিত খবর

X