বাংলা হান্ট ডেস্ক: আইপিএলে প্রত্যেক দিনই কোনও না কোনও নতুন রেকর্ড ভাঙা এবং গড়া চলেছে। রবিবার দিনের প্রথম ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স এর। চার ও পাঁচ নম্বরে ব্যাট করতে রেকর্ড করেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্স। আইপিএল ইতিহাসে এই প্রথমবার চার ও পাঁচ নম্বরে নামা ব্যাটসম্যান এক ইনিংসে ৭৫ বা তার বেশি রান করেছেন।
ম্যাক্সওয়েল ৪৯ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৭৮ রান করেন। এবিডি তার ঝোড়ো ইনিংসে নয়টি বাউন্ডারি এবং তিনটি ছক্কাও মারেন। দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেটে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন। ম্যাক্সওয়েল ৪৯ বলে ৭৮ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন।
ম্যাক্সওয়েলের আউট হওয়ার পরে, ডিভিলিয়ার্স তার দুর্দান্ত ফর্ম ধরে রাখেন। মিস্টার 360 ডিগ্রী ৩৪ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে নট আউট থাকেন । বেঙ্গালুরু ম্যাক্সওয়েল এবং ডি ভিলিয়ার্সের ইনিংসের সৌজন্যে স্কোরবোর্ডে ২০৪ রান তোলে। জবাবে কলকাতা থেমে যায় লক্ষ্য থেকে অনেকটাই দুরে, ১৬৬ রানে।
রবিবার কলকাতার কোনও বোলারকেই মনে হয়নি ম্যাক্সওয়েলকে থামাতে পারেন। শাকিব, কামিন্স, প্রসিধ— অনেককে দিয়েই চেষ্টা করেছিলেন মরগান। কিন্তু ম্যাক্সওয়েল যেদিন ফর্মে থাকেন সেদিন লাইন-লেংথ কিছুই খাটে না। আর সঙ্গে এবি ডিভিলিয়ার্স থাকলে তো কথাই নেই। এই দু’জনই দুঃস্বপ্ন হয়ে গেলেন কেকেআরের কাছে। কোহলির ব্যর্থতার দিনে তাঁর দলের অন্যতম দুই সতীর্থ দায়িত্ব তুলে নিলেন।ম্যাক্সওয়েল ফেরার পরেও থামতে দেখা যায়নি ডিভিলিয়ার্সকে। এই দুজনই ম্যাচ বের করে নিয়ে যান কেকেআরের হাত থেকে।