বাংলা হান্ট ডেস্ক: ফের শীতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ রূপ। জ্বলছে একের পর ঘর বাড়ি, গৃহহারা শয়ে শয়ে মানুষ। যদিও জানা গিয়েছে, বিগত চার দশক ধরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল (Wildfire) প্রতি বছরের তালিকায় যুক্ত হয়েছে। শীত আসলেই এই ঘটনা ঘটতে থাকে। আর এমন দাবানলের পিছনে বিজ্ঞানীরা কারণ হিসেবে দায়ী করছেন জলবায়ু পরিবর্তনকে। শীতকালে উচ্চ গতিতে ঝড়ো হওয়া এবং সেইসাথে বৃষ্টিপাতের অভাবের কারণেই এমন ভয়াবহ রূপ দেখা যাচ্ছে ক্যালিফোর্নিয়ায়।
বিশ্ব উষ্ণায়নের ফলে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল (Wildfire):
প্রকৃতি বিজ্ঞানীদের মতে, প্রতিবছর ক্যালিফোর্নিয়ায় দাবানলের (Wildfire) ভয়াবহ রূপ বৃদ্ধি পাচ্ছে। আর তার কারণ হিসেবে দেখা যাচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বছরভর দ্রুত উষ্ণায়নের প্রভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে। গবেষকরা অনুমান করছেন, প্রচন্ড গরমের কারণে সেখানে দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাব দেখা দেয়। যার ফলে ক্যালিফোর্নিয়ায় দাবানল তৈরির পরিবেশ তৈরি হয়। তবে শুধু বিশ্ব উষ্ণায়নই নয় একই সাথে আরও একটি প্রাকৃতিক কারণকে দুষছেন গবেষকরা।
স্যান্টা আনার প্রভাব ক্যালিফোর্নিয়ায়: বিশেষজ্ঞদের মতে, একেই বিশ্ব উষ্ণায়ন তার উপর শক্তিশালী স্যান্টা আনা ঝড়ের বাতাস দাবানলকে (Wildfire) আরো ভয়াবহ রূপ এনে দিয়েছে। বছরের এই সময় এই হাওয়া বয়ে যায় আমেরিকার প্রান্ত দিয়ে বলে জানা গিয়েছে। আর এবারও ঠিক একই ঘটনা ঘটে। একেই গ্রীষ্মকালে গরমের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চারিদিক রুক্ষ শুষ্ক হয়ে পড়ে। সেই সাথে ঘন্টায় ১০০ মাইল গতিবেগে বয়ে যাওয়া স্যান্টা আনা বাতাস দাবানল সৃষ্টিতে মিলিতভাবে কাজ করে।
আরও পড়ুনঃ ৪৮ ঘন্টার ‘ডেডলাইন’! হাসিনার মতোই দেশ ছাড়বেন ইউনূস? ফের পথে নামল বাংলাদেশের জনতা
বাতাস বয়ে যাওয়ার সঙ্গে বিরাট বনভূমি দীর্ঘদিন ধরে শুকনো থাকার ফলে তা অতিদাহ্য পদার্থে পরিণত হয় এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। বিগত সময় গুলিতে অতি দ্রুত গতিতে দাবানল (Wildfire) ছড়িয়ে পড়ার পিছনে বিশ্ব উষ্ণায়নের প্রভাবকেই মূল কারণ হিসেবে তুলে ধরেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অগ্নি বিশেষজ্ঞ জেনিফার বালশও।
আরও পড়ুনঃ সঞ্জয়ের ফাঁসি চায় CBI! আরজি কর মামলার রায়দান কবে? দিনক্ষণ কবে ঘোষণা করবে আদালত
এই দাবানলের প্রভাবে কত ক্ষয়ক্ষতি হয়েছে: অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ড ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর। আর্থিক ক্ষয়ক্ষতি এবং ঘরবাড়ি ধ্বংসের পরিমাণ অন্যান্য সময়ের তুলনায়ও অত্যন্ত বেশি। এই দাবানলের (Wildfire) প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫৭০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার মানুষ ঘরহারা। দাবানলের প্রভাবে পুড়েছে ৩০০০ একর জমি। উল্টোদিকে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের, অগ্নি বিশেষজ্ঞ জেনিফার বালশ তাঁর একটি গবেষণাপত্রে জানিয়েছেন, ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০,০০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার এই ঘটনা গোটা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। তবে শুধু ক্যালিফোর্নিয়াই নয়, একইধারে আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। জানা গিয়েছে লস অ্যাঞ্জেলেসের অভিজাত প্যাসিফিক প্যালিসেডসে ভয়াবহ দাবানলে পুড়ে গিয়েছে বলিউডের একাধিক তারকাদের বাড়ি ঘর। যার ফলে এই নিয়ে চিন্তিত সকলেই।