বিয়ের দিন জেল্লা দেখে বর যাবে ভেবলে, হবু বিয়ের কনেরা শুধু মানুন এই টিপস

বাংলা হান্ট ডেস্ক : পুজোর উৎসব কাটতে না কাটতেই এসে হাজির বিয়ের মরশুম। আর বিয়ে মানেই দুটি পরিবারের বন্ধন। বিয়ে নিয়ে সকলেই নানা রকমের স্বপ্ন দেখেন। সৌন্দর্য্য বাড়াতে ত্বকের ঔজ্বল্য (Glowing Skin) থেকে শুরু করে মেয়েদের বিয়ের ছোট্ট ছোট্ট জিনিসগুলি নিয়ে নানারকমের পরিকল্পনা থাকে। পান পাতা থেকে শুরু করে গাছকৌটো, শাড়ি, ডেকোরেশন সবই চাই একদম টিপটপ। বিশেষ করে সাজ পোশাকের দিকেই মেয়েদের বিশেষ নজর থাকে। তবে সব কিছুই করলেন কিন্তু সাজার পর যদি ঝলমলে (Glowing Skin) ভাব ফুটে না ওঠে তখন কি করবেন? এতো বছরের স্বপ্ন, টাকা সবই জলে যাবে।

হবু কনেরা ত্বকের জেল্লা (Glowing Skin) ফেরাবেন কীভাবে?

তাই বিয়ের আগে থেকেই হবু কনেদের নিজের স্কিন (Glowing Skin) কেয়ার রুটিনের উপর বিশেষ নজর দিতে হবে। তবেই আপনাকে দেখে বরের চোখ যাবে আটকে। আশেপাশের সকলে ত্বক (Glowing Skin) দেখে রীতিমতো হিংসে করতে শুরু করবে। তাই স্কিন কেয়ারের (Glowing Skin) কি কি টিপস মানতে হবে অবশ্যই জেনে নিন।

১) ক্লিনজিং মাস্ট:

ত্বকের যত্ন নিতে ক্লিনজিং করা সবার আগে প্রয়োজন। কারণ বর্তমানে প্রায় সব মেয়েরাই কর্মরত। কাজের কারণে ছুটতে হয় বাইরে। ফলে মুখে ময়লা আবর্জনা জমতে জমতে ত্বকের কোষ নষ্ট হতে থাকে। তাই ত্বক থেকে সমস্ত ময়লা, আবর্জনা বের করতে প্রতিদিন ক্লিনজিং করুন। খুব ভালো হয় যদি ডবল ক্লিনজিং করা যায়। এতে করে মুখে জমে থাকা সমস্ত ধুলো, ময়লা বেরিয়ে আসে।

২) টোনিং:

মুখ শুধু ধুয়ে নিলেই হল না এরপর তোকে টোনিং করা প্রয়োজন। কারণ টোনার ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে। এছাড়াও মুখে ব্রণ ফুসকুড়ির মত সমস্যা থেকে রাখে দূরে। শুধু তাই নয়, ত্বকের কোষগুলিকে সহজে আলগা হতে দেয় না। তাই প্রতিদিন ক্লিনজিংয়ের পর টোনিং করা চাই চাই।

৩) ময়েশ্চারাইজার:

অনেকেই ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলে যান। শীত, গ্রীষ্ম, বর্ষা সবকালেই ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। ত্বকের জৌলুস বাড়াতে সেই সাথে ত্বক ত্বক কোমল এবং সুস্থ রাখতে ময়েশ্চারাইজার প্রয়োজন। তবে ময়েশ্চারাইজার ব্যবহারের সময় ত্বকের গুণমান বিচার করে নিন। অতিরিক্ত তৈলাক্ত ত্বক হলে আপনি কম তেল যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আর কারোর যদি ত্বক শুষ্ক হয় তাহলে তারা ক্রিম ব্যবহার করুন। যেহেতু সামনে শীত আসছে তাই ত্বকের জন্য ময়েশ্চারাইজার ব্যবহার আবশ্যিক।

আরও পড়ুন : ‘যাকে পারছে জড়িয়ে ধরছে’! অতীতের কোন ঘটনা অস্বস্তির মুখে ফেলেছিল মৌসুমী চট্টোপাধ্যায়কে?

৪) সানস্ক্রিন হোক সঙ্গী:

ত্বক ময়েশ্চারাইজিং করার পর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। শুধু মুখেই নয়, গলায় হাতে কাঁধেও সানস্ক্রিন মাখুন। তবে সানস্ক্রিম বাইরে বেরোলেই ব্যবহার করতে হবে এমন কোন কথা নেই। ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। এতে করে সূর্যের ক্ষতিকারক রশ্মি, ঘরের ভিতর প্রবেশ করা অতি বেগুনি রশ্মি থেকেও বাঁচা যায়।

৫) জলপান:

প্রতিদিন নিয়মিত দুই থেকে তিন লিটার জল পান করুন। জলপানের উপর নির্ভর করে থাকে আপনার ত্বকের উজ্জ্বলতা। যত বেশি জল পান করবেন আপনার ত্বক ততই হাইড্রেটেড হতে থাকবে। শরীরে জলের পরিমাণ কমে গেলে ত্বক শুষ্ক হতে শুরু করে। ফলে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। তাই এই বিষয়ে সাবধান হন।

Glowing Skin

৬) হেলদি ডায়েট:

রূপচর্চার পাশাপাশি আপনাকে খাবারের প্রতিও বিশেষ খেয়াল রাখতে হবে। এখন থেকেই বেশি বেশি করে সবুজ শাক-সবজি খাওয়া শুরু করুন। অতিরিক্ত তেল মশলা ঝাল খাওয়া থেকে বিরতি নিন। এই তেল ঝাল খাবার ত্বকের বারোটা বাজিয়ে দিতে পারে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর