বাংলা হান্ট ডেস্ক: ‘গো ব্যাক দিলীপ’ লেকটাউনে চায়ে পে চর্চায় গিয়ে স্লোগান শুনতে হল বিজেপির রাজ্য সভাপতি কে। ঘটনাচক্রে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে বিজেপি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
বেশ কয়েকদিন আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রচার শুরু করেন যার নাম তিনি দেন ‘দিদি কে বলো’, এরই পাল্টা দিলীপ ঘোষ শুরু করেন ‘চায়ে পে চর্চা।’ এর প্রচারেই লেকটাউনের দক্ষিণদাঁড়িতে গিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। এমনকি তাঁর বিরুদ্ধে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। শুধু তাই নয় অভিযোগ উঠেছে ঘটনাস্থলে বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরা এরকমই নোংরা রাজনীতিতে বিশ্বাস করে তাই এরকমই তাদের ক্রিয়া-কলাপ। ঘটনাচক্রে হাতাহাতি হয় দুই দলের মধ্যে। অবশেষে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এ ভাবে ওরা আমাকে স্বাগত জানাল। ওরাই আমাকে পাবলিসিটি করে দেয়। আসলে তৃণমূল আমাকে ভয় পেয়েছে। আমার সামনেই চেয়ার-টেবিল ভেঙে দেওয়া হয়।’