বাংলা হান্ট ডেস্ক: শীতের মরসুম মানেই মনটা কেমন উরু উরু ঘুর ঘুর করে, উফ সারা বছর কাজের চাপে কার্যত জেরবার জীবন যাত্রা তাই এই সময় একটু ঘুরতে পেলে বেশ লাগে। ভ্রমণ পিপাসুদের মধ্যে বিশেষ করে শীতকালে ঘোরার একটা আলাদা প্রবণতা থাকে।
কারণ শীত মানেই জমজমাটি আড্ডা ও খাওয়া দাওয়ার একটি ভালো সময়। তার উপরে আবার সামনে ক্রিসমাস, বেশ কয়েক দিন টানা ছুটি পাওয়া যাবে, আর ছুটি না পেলেই বা কী?অফিসের বসের ঝাড় খেয়েও একটু বেরিয়ে পড়াই ভালো। পাহাড় জঙ্গল মিশিয়ে এক অরণ্য পরিবেশে গা ভাসিয়ে দিতে বেশ ভালই লাগবে।
তাই এ রকম পরিবেশে যারা চান তাদের জন্য মোক্ষম জায়গা হল উত্তর সিকিমের বিচু, যেটি গ্যাংটকের খুব কাছে অবস্থিত। আর আপনার গন্তব্য শীতকালে যদি এই জায়গাটি হয় তাহলে এক দিকে যেমন কম সময়ের মধ্যে ঘুরতে পারবেন তেমনই প্রকৃতির অপরূপ শোভা দেখতে পাবেন।
আর কয়েক দিনের মধ্যেই পুরো এলাকা বরফের চাদরে মুড়ে যাবে, কাছাকাছির মধ্যে ইউম থাং ভ্যালি জিরো পয়েন্ট মাউন্ট কাটাও আরও বেশ কয়েকটি দর্শনীয় জায়গা রয়েছে। তবে হ্যাঁ শীতকালে যাওয়া মানে কিন্তু একটু হলেও বেশ ভয়ের। তবে ভয়কে জয় করে যদি একবার গিয়ে উঠতে পারেন তা হলে কিন্তু আর দেখতে হবে না।