গোয়ায় এগিয়ে গেল বিজেপি, পিছিয়ে কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ রাজ্যের নির্বাচনের গণনা শুরু হয়েছে সকাল থেকে। প্রথম থেকেই বিজেপি ঝোড়ো ব্যাটিং করছে। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুরে সকাল থেকেই এগিয়ে বিজেপি। অন্যদিকে গোয়ায় এখনও একক সংখ্যাগরিষ্ঠতা হাসিল করতে পারেনি কোনও দলই। বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল যে উত্তর প্রদেশ আর মণিপুরে বিজেপি সরকার গড়তে পারলেও গোয়া আর উত্তরাখণ্ডে ত্রিশঙ্কু হবে।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গোয়ায় সকাল থেকে বিজেপি কংগ্রেসের থেকে পিছিয়ে থাকলেও এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এই প্রতিবেদন লেখা অবধি গোয়ায় বিজেপি ১৯ আসনে এগিয়ে। অন্যদিকে কংগ্রেস ১১ আসনে। আম আদমি পার্টি ১টি ও তৃণমূল কংগ্রেস জোট ৪ আসনে এগিয়ে।

এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গোয়ায় কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গোয়ায় ম্যাজিক ফিগার জল ২১। বিজেপির সরকার গড়ার জন্য এখনও তাদের ২টি আসনে এগিয়ে গিয়ে জিততে হবে। অন্যদিকে, কংগ্রেসকে এখনও ১০ আসনে এগিয়ে জিততে যবে।

তবে গোয়ায় যদি কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কিং মেকারের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস জোট। কংগ্রেস আগেই তৃণমূল কংগ্রেস জোটের সঙ্গে গোয়ায় হাত মিলিয়ে সরকার গড়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রীও তৃণমূলের জোট শরিক গোমন্তক দলকে তাদের সঙ্গে জোট করার আহ্বান জানিয়েছে। এখন দেখার বিষয় এটাই যে, গোয়ায় সর্বশেষ ফলাফল কী হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর