৪-২ ব্যবধানে ম্যাচ জিতেও ফাইনালে উঠতে পারলো না গোয়া।

শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে নাটকীয় ম্যাচ জিতেও ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল গোয়ার। দুই পর্বের সেমি ফাইনাল মিলিয়ে 6-5 ব্যবধানে চেন্নাইয়ের কাছে হেরে এবারের আইএসএলে সেমি ফাইনাল থেকেই বিদায় নিতে হল গোয়াকে। এর ফলে কোরামিনাসদের ঝুলিতে এফসি এশিয়ান চ্যাম্পিয়ন লীগ খেলা ছাড়া আর কোনো সাফল্যই রইল না।

সেমি ফাইনালে প্ৰথম পর্বের ম্যাচে চেন্নাইয়ের কাছে 4-1 গোলে হারতে হয়েছিল গোয়াকে। এরফলে ফাইনালে উঠতে হলে 3-0 ব্যবধানে জিততে হত গোয়াকে। কিন্তু এইদিন ভালো ফুটবল খেলে চেন্নাইকে চার গোল দেয় গোয়া কিন্তু রক্ষণের দুর্বলতার জন্য দুই গোল খেতেও হয় গোয়াকে। এর ফলে দুই পর্ব মিলিয়ে ফলাফল দাঁড়ায় 6-5। এই ম্যাচ জিতে সরাসরি ফাইনালে চলে গেল চেন্নাই এফসি।

60259986df6a19f7eb1a4508cd20e8467d8db5fd

প্রথম দল হিসেবে চেন্নাই ফাইনালে উঠলেও ফাইনাল ম্যাচে চেন্নাই কাদের মুখোমুখি হবে আগামী 14 ই মার্চ সেটা এখনো ঠিক হয় নি। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমি ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে এটিকে এবং ব্যাঙ্গালুরু। এই ম্যাচে যে দল জিতবে তারাই 14 তারিখ ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর