গোয়ায় বিজেপির সরকার নিশ্চিত, BJP-কে সমর্থনের ঘোষণা নির্দলীয়দের

বাংলা হান্ট ডেস্কঃ বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল যে, ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড আর মণিপুরে জিতলেও গোয়ায় হারবে। বুথ ফেরত সমীক্ষার রেজাল্ট কিছুটা মিললেও সম্পূর্ণ মিলেছে বলা যাবে না। কারণ বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল যে, কংগ্রেস সবথেকে বড় দল হিসেবে উঠে আসবে আর তৃণমূল কংগ্রেস ও তাদের জোট শরিক গোমন্তক পার্টি কিং মেকারের ভূমিকা পালন করবে।

তবে এদিনের গণনায় এই পরিসংখ্যান কিছুটা বদলে যায়। এখনও পর্যন্ত মেলা পরিসংখ্যান অনুযায়ী গোয়ায় বিজেপি ২০টি আসনে এগিয়ে। কংগ্রেস ১২ আসনে। তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী ২টি আসনে এগিয়ে। আম আদমি পার্টিও দুটি আসনে এগিয়ে। এছাড়াও ৪টি আসনে নির্দলীয় প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

তৃণমূল কংগ্রেস এবার গোয়ায় প্রথমবার নির্বাচনে লড়ছে। প্রথমেই বড়সড় চমক দিয়ে তাঁরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফালেইরো এবং প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ সহ বহু বড়বড় নেতাদের নিজেদের দলে টেনেছিলেন। কিন্তু নির্বাচনে তাঁর ফল দেখা গেল না। জোট সঙ্গীর থেকেও বেশি আসনে প্রার্থী দিয়ে তৃণমূল কোনও আসনেই প্রভাব ফেলতে পারেনি।

অন্যদিকে, গোয়ার ৪০ আসনের মধ্যে সরকার গঠন করতে দরকার ২১টি আসন। কিন্তু বিজেপির হাতে রয়েছে মাত্র ২০টি আসন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকার পর তিন নির্দলীয় প্রার্থী বিজেপিকে সমর্থন করার ঘোষণা করেছেন। নির্দলীয়দের মিলিয়ে বিজেপির মোট আসন সংখ্যা হবে ২৩। যা সরকার গড়ার জন্য যথেষ্ট।

Koushik Dutta

সম্পর্কিত খবর