মোহনবাগানের টেনশন বাড়াল গোয়া! চরম চাপে ইস্টবেঙ্গলও, ISL-র পয়েন্ট টেবিলে বিরাট রদবদল

বাংলা হান্ট ডেস্ক : চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হারের পর বেশ জটিল সমস্যায় পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তারমধ্যে শুক্রবার ৪-০ গোলে জয়ের পর মোহনবাগানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গোয়া। ওদিকে তরতরিয়ে এগিয়ে চলেছে মুম্বাই সিটি এফসি। ইতিমধ্যেই সুপার সিক্সে কোয়ালিফাই করে গিয়েছে এই দল। চাপের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) বাকিরা কে কোথায়?

মুম্বই সিটি এফসি : ২০ টি ম্যাচের ১৩টিতে জিতে পয়েন্ট টেবিলের একদম উপরের দিকে রয়েছে মুম্বই সিটি এফসি। ৫টি ম্যাচ ড্র এবং দুটিতে হারার পর ৪৪ পয়েন্টের সাথে তালিকার শীর্ষে রয়েছে দলটি। ইতিমধ্যেই সুপার সিক্সেও উঠে গেছে নাম।

ওড়িশা এফসি : মুম্বাইয়ের পরেই নাম রয়েছে ওড়িশার। ২০টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে দলটি‌। ছয়টি ম্যাচে ড্র এবং তিনটিতে হারের পর ওড়িশার ঝুলিতে এসেছে ৩৯ পয়েন্ট। গোল পার্থক্য ১৬, এই দলটিও সুপার সিক্সে জায়গা করে নিয়েছে।

মোহনবাগান সুপার জায়ান্ট : শুরুটা এনার্জিটিক হলেও চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হারের পর একটু পিছিয়ে পড়েছে মোহনবাগান। ১৯টি ম্যাচের মধ্যে ১২টিতে জয়, তিনটি ম্যাচে ড্র এবং চারটি ম্যাচে হেরেছে মোহনবাগান। দলের দখলে রয়েছে ৩৯ পয়েন্ট। আপাতত মুম্বাইকে হারানোর মোহনবাগানের একমাত্র লক্ষ্য। গোল পার্থক্য ১৫।

আরও পড়ুন  : রিঙ্কু সিংয়ের দিন শেষ! KKR তারকার কেরিয়ার বরবাদ করবে ২০০-র বেশি স্ট্রাইক রেটের এই ব্যাটার

এফসি গোয়া : ২০টি ম্যাচের ১১টিতে জয়, ৬টিতে ড্র এবং ৩টি ম্যাচ হেরেছে গোয়া। তবে শুক্রবারে ৪-০ গোলে জয় গোয়ার জন্য এক্স ফ্যাক্টর ছিল। ৩৯ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এই টিম। গোল পার্থক্য হল ১৪।

কেরালা ব্লাস্টার্স এফসি : তালিকার পঞ্চম স্থানে রয়েছে কেরালা। ২০টি ম্যাচের মধ্যে ৯টিতে জয়, ৩টিতে ড্রয়ের সাথে ৮টি ম্যাচে হার নিয়ে কেরালার ঝুলিতে এসেছে ৩০ পয়েন্ট। সুপার সিক্সে জায়গা করে নিয়েছে এই দলটিও।

mohunbagan eastbengal

চেন্নাইয়িন এফসি : পয়েন্ট তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে চেন্নাইয়িন। এখনও পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছে দলটি। ৭টিতে জয়, ১০টি ম্যাচে হারা এবং ৩টি ম্যাচে ড্র-র পর চেন্নাইয়িনের দখলে ২৪ পয়েন্ট। গোল পার্থক্য -৮।

বেঙ্গালুরু এফসি : ২২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে বেঙ্গালুরু। ২০টি ম্যাচের মধ্যে ৫টিতে জয়, সাতটি ম্যাচ ড্র এবং আটটি ম্যাচে হেরেছে দলটি। বেঙ্গালুরুর গোলপার্থক্য -৯।

আরও পড়ুন : স্টার্ক, কামিন্সদের মাথায় বাজ! আর মিলবে না কাঁড়ি কাঁড়ি টাকা, বেলাগাম দর নিয়ে কড়া হচ্ছে BCCI

ইস্টবেঙ্গল : কেরালা ব্লাস্টর্সকে হারানোর পর সুপার সিক্সে আসার চান্স কিছুটা বেড়েছে ইস্টবেঙ্গলের। ২০টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে ইস্টবেঙ্গল। ৯টি ম্যাচে হার ও ৬টি ম্যাচ ড্র হওয়ার পর দলটির দখলে এখন ২১ পয়েন্ট। পরের দুই ম্যাচ জিতলে সুপার সিক্সে যাওয়ার সুযোগ অনেকটাই বাড়বে ইস্টবেঙ্গলের।

জামশেদপুর এফসি : তালিকার নয় নম্বরে রয়েছে জামশেদপুর। ২১টি ম্যাচের ৫টিতে জয়, ১০টি তে হার এবং ৬টিতে ড্র করেছে দলটি। সর্বসাকুল্যে ঝুলিতে এসেছে ২১ পয়েন্ট। গোল পার্থক্য -৪।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর