রিঙ্কু সিংয়ের দিন শেষ! KKR তারকার কেরিয়ার বরবাদ করবে ২০০-র বেশি স্ট্রাইক রেটের এই ব্যাটার

বাংলা হান্ট ডেস্ক : ম্যাচ ফিনিশার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক নাম করেছে রিঙ্কু সিং (Rinku Singh)। গত বছরের IPL থেকে শুরু হয় তার উত্থান। তার বিধ্বংসী মেজাজে মুগ্ধ গোটা ম্যানেজমেন্ট। আইপিএল-র চলতি সিজনেও কেকেআরের (Kolkata Knight Riders) হয়ে মাঠ কাঁপিয়ে পারফরম করছেন। তার বিষ্ফোরণের সামনে কার্যত হতভম্ব প্রেটিয়া পেসার অনরিখ নরটজেও। তবে এবার সেই রিঙ্কুর জন্যেই দুঃসংবাদ।

সম্প্রতি রিঙ্কুকে টক্কর দেওয়ার জন্য আরও এক ব্যাটসম্যান উঠে এসেছেন যিনি ফিনিশিং-র পাশাপাশি ব্যাটিং ও বোলিংয়েও সমান পারদর্শী। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, কোথাও না কোথাও এই ব্যাটার রিঙ্কুর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। এখন প্রশ্ন হল, কে সেই বিধ্বংসী ব্যাটসম্যান, যার জন্য রিঙ্কুর আসন নড়বড়ে হতে চলেছে?

উল্লেখ্য, IPL ২০২৪ এর ১৭ তম ম্যাচটি খেলা হয় গুজরাট টাইটানস এবং পাঞ্জাব কিংসের মধ্যে। ১ বল বাকি থাকতে ৩ উইকেট নিয়ে ম্যাচ জিতেছিল পাঞ্জাব। শিখর ধাওয়ানের নেতৃত্বে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন শশাঙ্ক সিং। বলে রাখি, ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৬১ রান করেছিলেন তিনি।

আরও পড়ুন : স্টার্ক, কামিন্সদের মাথায় বাজ! আর মিলবে না কাঁড়ি কাঁড়ি টাকা, বেলাগাম দর নিয়ে কড়া হচ্ছে BCCI

এইদিন তিনি শুধু দুর্দান্ত ব্যাটিংই করেননি, ম্যাচ ফিনিশিং ইনিংসও খেলেছেন। যেখানে দলের মূল ব্যাটসম্যনরা ইতিমধ্যেই আত্মসমর্পণ করে নিয়েছে সেখানে একা কাঁধে দলকে জেতানো যে কতবড় মুশকিল কাজ তা সকলেই জানেন‌‌। ২৯ বলে ৬১ রান করে অপরাজিত থাকা অবশ্যই প্রশংসনীয়। তবে আসন্ন টি ২০ তে রিঙ্কুর জন্য তাকে বড় হুমকি বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : দেশের সাথে গদ্দারি! বিশ্বকাপের আগেই এই দাপুটে ব্যাটারকে নিষিদ্ধ করল বোর্ড

উল্লেখ্য, রিঙ্কুও লোয়ার অর্ডারে ব্যাট করেন। পাঁচ অথবা ছয় নম্বরে মাঠে নামেন তিনি। চলতি আইপিএল-এ শশাঙ্কও পাঁচ অথবা ছয় নম্বরে ব্যাট করতে নামেন। শশাঙ্ক যদি লাগাতার ভালো পারফরম করতে থাকেন তাহলে তাকেও দলে সুযোগ দিতে পারে BCCI। সেক্ষেত্রে রিঙ্কুর স্থান কী হবে সেটাই এখন বড় প্রশ্ন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর