দেশের সাথে গদ্দারি! বিশ্বকাপের আগেই এই দাপুটে ব্যাটারকে নিষিদ্ধ করল বোর্ড

বাংলা হান্ট ডেস্ক : IPL ২০২৪ শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ICC T20 World Cup। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে শুরু করেছে সমস্ত দল। প্রসঙ্গত উল্লেখ্য, ICC-র মোট ২০টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। ভারতের মত বাকিদেরও লক্ষ্য এখন ICC T20 World Cup এর ট্রফি। সেই স্বপ্ন দেখছে পাকিস্তানও‌। যদিও শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে পড়শি দেশের এক খেলোয়াড়।

সূত্রের খবর, আইসিসি বিশ্বকাপের আগেই ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হল পাকিস্তানের এক দাপুটে ব্যাটারকে। পাকিস্তান সুপার লিগে টানা দুটি সেঞ্চুরি করলেও রীতিমত বিপাকে এই তারকা ব্যাটার। সূত্রের খবর, দেশের সাথে বিশ্বাসঘাতকতার কারণে ECB অর্থাৎ UAE Cricket Board এর নজরে চলে এসেছেন তিনি। বোর্ড জানিয়েছে, আগামী ৫ বছর ECB-র অধীনে কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তিনি।

উল্লেখ্য, এই পাকিস্তানি ব্যাটসম্যানের নাম উসমান খান। তিনি পিএসএলে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের হয়ে খেলেন। PSL ২০২৪ এ দারুণ পারফর্ম করেছেন তিনি। এই টুর্নামেন্টে টানা দুটি সেঞ্চুরিও করেছেন তিনি। জন্মসূত্রে তিনি পাকিস্তানি হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলতেন সংযুক্ত আরব আমিরাতের হয়ে।

আরও পড়ুন : মাথায় বাজ KKR-র, আচমকাই বাদ পড়ছেন এই দুই তারকা! CSK-র বিরুদ্ধে বদলে যাবে একাদশ

PSL-এ তার দূর্দান্ত ফর্ম দেখে PCB তাকে তাদের দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রলুব্ধ করে। সূত্রের খবর, উসমানও নাকি এই প্রস্তাবে রাজি হয়ে যান। PSL শেষ হয়ে গেলে বাকি প্লেয়াররা দেশে ফিরে গেলেও উসমান থেকে যান পাকিস্তানেই। নতুন সতীর্থদের সাথে অনুশীলনও শুরু করে দেন তিনি। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে ECB অর্থাৎ UAE ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন : গরম পড়তেই অশনি সঙ্কেত! এবার অনেকটাই বাড়বে খরচ, বড় সতর্কবার্তা RBI-র

mahua moitra (1)

উসমানের এই পদক্ষেপের জন্য সোজা ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ECB। আগামি ৫ বছর উসমান আর ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। অর্থাৎ আগামি ২০২৯ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুটি টি-টোয়েন্টি লিগ, ILT20 এবং আবুধাবি T10-এ আর দেখা যাবেনা উসমানকে। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের যে ম্যাচ হওয়ার কথা রয়েছে তাতে তাকে দেখা যাবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর