গরম পড়তেই অশনি সঙ্কেত! এবার অনেকটাই বাড়বে খরচ, বড় সতর্কবার্তা RBI-র

বাংলা হান্ট ডেস্ক : এপ্রিলেই প্রাণ আইঢাই অবস্থা গোটা ভারতবাসীর। বসন্ত শেষ হওয়ার আগেই ফুল ফর্মে ব্যাটিং শুরু করেছে গ্রীষ্ম। চৈত্রেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে বেশি বেশি করে শাক সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। আর সেই শাকসবজি নিয়েই বড় উদ্বেগের খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। RBI প্রধান জানিয়েছেন, এবছর রেকর্ড হারে বাড়তে পারে শাক সবজির দাম।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই শেষ হয়েছে মনেটর পিলিসি কমিটির বৈঠক। বৈঠক শেষের সাংবাদিক সম্মেলনে RBI গভর্নর শক্তিকান্ত দাস সবজির দাম নিয়ে আগাম সতর্ক করেছেন আম জনতাকে। তিনি জানিয়েছেন এই বছর শাকসবজির দামের উপর বিশেষ নজর রাখা প্রয়োজন। কারণ চলতি বছরটা শাকসবজির কারণে নাভিশ্বাস উঠবে আম জনতার।

গরমের কথা বললে ২০২৪ যে পূর্বের সমস্ত রেকর্ড ভাঙ্গবে সেকথা বলাই বাহুল্য। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এবার গ্রীষ্মে রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব দেখা যাবে সবজির ফলনে। সবজির ফলন কমার কারণে উত্তোরত্তর দামও বাড়বে। এমন আবহে ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আরও পড়ুন : দুঃখের দিন শেষ, প্রতিপক্ষকে দুরমুশ করে হার্দিক জিতবে সব ম্যাচ! MI তে আসছে মহাতারকা

এইদিন RBI জানিয়েছে, জনগণকে স্বস্তি দিতে সপ্তমবারের মত রেপো রেট অপরিবর্তিত রাখল RBI। একই সাথে আরবিআই গভর্নর জানিয়েছেন, ইতিমধ্যেই সরকারের তরফে নির্দেশ এসেছে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে নামিয়ে আনতে হবে। তবে এই টার্গেট পূরণ করা এতটাও সহজ হবেনা বলে জানিয়েছেন RBI প্রধান। তবে মুদ্রাস্ফীতি একদফায় কমানো সম্ভব হলেও ফের একবার তা বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য বড় খবর, আমূল বদলে গেল সিলেবাস, খবর দিল সংসদ

qt vegetable prices

যদিও এই সমগ্র প্রক্রিয়াটুকু মোটেও সহজ হবেনা বলে জানাচ্ছেন শক্তিকান্ত দাস। কারণ মুদ্রাস্ফীতি এক দফায় কমলেও ফের একবার তা উপরে উঠবে। চলতি বছরের জুনের মধ্যে ফের এক দফায় জিনিসপত্রের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শক্তিকান্ত দাস বলেন, ‘বিশেষ করে খাদ্য শস্যের ওপরে আবহাওয়া কী প্রভাব ফেলে, তা আমাদের নজরে রাখতে হবে। বিশেষ করে কিছু কিছু শাকসবজির দামে নজর রাখতে হবে আমাদের।’

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর