দুঃখের দিন শেষ, প্রতিপক্ষকে দুরমুশ করে হার্দিক জিতবে সব ম্যাচ! MI তে আসছে মহাতারকা

বাংলা হান্ট ডেস্ক : হার দিয়েই সফর শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ানস‌ (Mumbai Indians)। পরপর তিন ম্যাচ হারার পর সমালোচকদের নিশানায় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ছেড়ে কথা বলছেনা রোহিত সমর্থকরাও। দলের মধ্যেও শুরু হয়েছে মনোমালিন্য। সবে মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব হাতে নেওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ার জন্য।

IPL এর ইতিহাসে MI এর রেকর্ড কম নয়। ইতিপূর্বে পাঁচবার ট্রফি জিতেছে দলটি। তবে এবার শুরুর থেকেই একেবারেই ফর্মে নেই মুম্বাই। দলের পাশাপাশি রান নেই অধিনায়ক হার্দিকের ব্যাটেও। বোলিং-এও তথৈবচ। তিন ম্যাচেই প্রচুর রান দিয়েছেন তিনি। সূত্রের খবর, এই কারণে নাকি আসন্ন টি ২০ তেও তার বিকল্প খুঁজছে নির্বাচকরা।

তবে এবার হার্দিক পান্ডিয়ার জন্য এল স্বস্তির খবর। শীঘ্রই মুম্বাই শিবিরে যোগ দিতে চলেছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। চোটের কারণে IPL থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি ক্রিকবাজের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানিয়েছে, সূর্য কুমার এখন সম্পূর্ণ ফিট। তিনি শীঘ্রই দলে যোগ দিতে চলেছেন।

আরও পড়ুন : কপাল পুড়ল হার্দিকের, ৩ ম্যাচ হারতেই কাটা পড়ল নাম! T20-র জন্য ধোনির শিষ্যের উপর নজর BCCI-র

প্রসঙ্গত উল্লেখ্য, সূর্যকুমার যাদব শেষবারের মত মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এই সিরিজ চলাকালীনই গোড়ালিতে চোট লাগে এবং তার অস্ত্রপচারও হয়। এছাড়াও স্পোর্টস হার্নিয়া অপারেশনের কারণে বহুদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।‌

আরও পড়ুন : ইডেনে টানা ৫টি ম্যাচ খেলবে কলকাতা, কবে ও কোথায় পাবেন KKR-এর টিকিট?

mumbai indians crosses rs 100 crore in sponsorships

এখন শোনা যাচ্ছে, আগামী ৭ এপ্রিল দিল্লির বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে তাতে খেলতেও পারেন সূর্য কুমার যাদব। তাকে মাঠে নামানোর আগে তার ফিটনেস থেকে করবে ম্যানেজমেন্ট। সবকিছু ঠিক থাকলে হার্দিকের সহায় হয়ে ৫ এপ্রিল দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর