এটিই ভারতের সবচেয়ে ছোট্ট রাজ্য! নাম শুনলে আকাশ থেকে পড়বেন, কনফার্ম!

বাংলাহান্ট ডেস্ক : প্রাকৃতিক ও ভৌগোলিক দিক থেকে ভারত (India) এক আশ্চর্য দেশ। একটা সময় ছিল যখন দক্ষিণ এশিয়ার বিশাল এলাকা জুড়ে অবস্থান করত ভারতবর্ষ। তবে অতীতে বিভিন্ন কারণে ভারত থেকে আলাদা হয়েছে একাধিক দেশ। বর্তমানে ২৮ টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারত (India) পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র।

সুবিশাল দেশ ভারতে (India) সাংস্কৃতিক বৈচিত্র যেমন গোটা পৃথিবীকে অবাক করে, তেমনই এদেশের ভৌগোলিক অবস্থান একে অন্য দেশের থেকে ভিন্ন করেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, অসম থেকে গুজরাট, ভারতের বিভিন্ন এলাকার আবহাওয়া বৈচিত্র্যময়। ঠিক তেমনই জনসংখ্যার দিক থেকে কোনও রাজ্য বৃহত্তম, আবার আয়তনের দিক থেকে কোনও রাজ্য ক্ষুদ্রতম।

   

তবে ভারতের (India) সবথেকে ছোট রাজ্য সম্পর্কে আপনারা কি জানেন?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকের মাথায় আসবে কেরল বা উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যের নাম। তবে সেই উত্তর কিন্তু সঠিক নয়। ভারতের (India) সবথেকে ছোট রাজ্যটির কথা যদি বলতেই হয় তাহলে মজার ব্যাপার হল, মাত্র আড়াই ঘণ্টায় আপনারা এই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবেন।

আরোও পড়ুন : দুর্মূল্যের বাজারে কমল রান্নার গ্যাসের দাম! পুজোর আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের

মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কমপক্ষে ৮-৯ ঘণ্টা সময় লাগে। তবে এই রাজ্যের ক্ষেত্রে লাগে মাত্র আড়াই ঘন্টা। আয়তনের দিক থেকে এই রাজ্য ছোট হলেও পর্যটন ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এই রাজ্যে রয়েছে সুন্দর সুন্দর সৈকত। এছাড়াও এই রাজ্যের নাইট লাইফ আকর্ষণ করে বিদেশি পর্যটকদেরও।

আরোও পড়ুন : এবার রাজার মতো শুয়ে যেতে পারবেন নিউ জলপাইগুড়ি! আসছে স্লিপার বন্দে ভারত

আপনাদের বলে রাখি ভারতের (India) সবথেকে ছোট রাজ্য হল গোয়া। গোয়ার (Goa) মোট আয়তন ৩৭০২ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম। সিকিমের আয়তন  ৭ হাজার ৯৬ বর্গ কিলোমিটার। এছাড়াও ছোট রাজ্যের তালিকায় রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মিজোরাম।

goa

গোয়ার এক প্রান্ত অর্থাৎ পাত্রাদেবী থেকে অন্য প্রান্তে পোলেম বিচে গাড়ি করে যেতে আপনার সময় লাগবে মাত্র আড়াই ঘন্টা। পাশাপাশি গোয়া জনসংখ্যার দিক থেকে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম রাজ্য। ভাগা বিচ থেকে অঞ্জুনা বিচ ও ভ্যাগাটোর সমুদ্র সৈকতের টানে সারা বছরই এখানে লেগে থাকে পর্যটকদের ভিড়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর