বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) অন্যতম তরুন ও প্রতিশ্রুতিমান বিজনেস টাইকুনদের একজন রীতেশ আগরওয়াল (ritesh agarwal) । মাত্র ২১ বছর বয়সেই তিনি তৈরি করেছিলেন OYO। যা এখন ভারতের অন্যতম জনপ্রিয় ও ধনী প্ল্যাটফর্ম।
২৭ বছর বয়সী রীতেশ জানিয়েছেন, করোনা ভাইরাসের কারনে ইতিমধ্যে তাদের ব্যাবসায় বিপুল ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে তারা ব্যাবসার নতুন স্ট্রাজেজি তৈরি করতে চলেছে। তিনি জানিয়েছেন, এবার থেকে উইকএন্ড ট্রাভেলিং অনেক বেশী জনপ্রিয় হবে। মানুষ বিদেশে ঘুরতে যেতে ভয় পাবেন।
যার ফলে দেশের মধ্যে পর্যটন বাড়বে। এর ফলেই কুর্গ হয়ে উঠবে সুইজারল্যান্ড, গোয়া হয়ে উঠবে থাইল্যান্ড এর মত জনপ্রিয়। তিনি জানিয়েছেন করোনার কারনে বিপুল ক্ষতি হলেও ইতিমধ্যেই নতুন বাজার ধরতে পরিকল্পনা শুরু করে দিয়েছেন তারা।
ভারতের ৩৫ টা শহরের ১০০০ বেশি হোটেলে তার অধীনে কাজ করছে অসংখ্য কর্মী। হোটেলের মান উন্নত করার সাথে সাথে কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থাও করেন তিন৷ OYO অ্যাপের মাধ্যমে ব্যক্তি রুম বুক করতে পারেন ,রুমে যাওয়ার পথ নির্দেশনা পেতে পারেন এবং রুমসার্ভিসও মেলে তাতে । সব মিলিয়ে কম খরচে হোটেলে থাকার অভিজ্ঞতাই বদলে দিয়েছেন তিনি।
সব স্টার্ট আপ সংস্থার মত ঋতেশের ভাবনার শুরুও প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতা থেকে। নিজের অ্যাপার্টমেন্টে রাতের বেলা ঢুকতে পারে না সেজন্য তাকে বাধ্য হয়ে বাইরে রাত কাটাতে হয়। তখন তিনি যেই হোটেলটিতে যান সেই হোটেলে তার অব্যাবস্থা দেখে সমস্ত হোটেল ব্যাবসার ত্রুটি বুঝে যান৷ পরবর্তী কালে নিজেই হোটেলে আরো স্বাচ্ছন্দ্য দেওয়ার লক্ষ্য নিয়ে OYO খোলেন।