ভগবান,আল্লাই ভরসা, হাসপাতাল পরিষ্কার রাখতে দেওয়ালে ধর্মীয় ছবি

নিজস্ব সংবাদদাতা , পূর্ব বর্ধমান- শেষমেশ ভগবানই ভরসা হাসপাতালের , হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার ধর্মীয় ফটোর উপর ভরসা রাখতে হচ্ছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে। সুপার স্পেশালিটি হাসপাতালে ওঠার সিঁড়ির দেওয়ালের অংশজুড়ে লাগানো হয়েছে বিভিন্ন ধর্মীয় ছবি।এ যেন খানিকটা পিকে সিনেমার মতো।সেখানে আমির খান মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি করার পর যেমন বাঁচার রাস্তা খুজেছিলো । আর তারপরেই আমির খান যেমন প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে জনগণের হাত থেকে রক্ষা পেতে মুখের দুই দিকে যেমন ভগবানের ছবি লাগিয়ে ছিল। ঠিক সেই পথেই হাঁটলেন কালনা হাসপাতাল কর্তৃপক্ষ

।তবে কোনোও মানুষ নয় এবার হাসপাতালকে পরিষ্কার রাখতে ভগবানের উপর ভরসা। তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভগবানের উপর ভরসা রাখতে হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে।

ঝাঁ চকচকে মার্বেলে কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল। পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনও ত্রুটি নেই। তারপরেও কিছু মানুষ পান, গুটখার পিক ফেলে হাসপাতাল নোংরা করছে। সচেতনতার নানা পোস্টার একের পর এক লাগানো হয়েছে তবুও এইসব মানুষের হুঁশ ফেরেনি। তাই বাধ্য হয়ে হাসপাতালের ওঠার সিঁড়ির অংশজুড়ে লাগানো হয়েছে বিভিন্ন ধর্মীয় ছবি। বছরখানেক আগে কালনা মহকুমা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশে লাগানো হয়েছিল বিভিন্ন ধর্মীয় ছবি। ফলও পাওয়া গিয়েছিল হাতেনাতে। অনেকটাই পরিষ্কার রাখা গিয়েছে ওই চত্বর। সেই ফর্মুলা ধরে এই পদক্ষেপ বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এক হাসপাতাল কর্মী বলেন, এতে অনেক কাজ হচ্ছে। যে ক’দিন ধরে ছবিগুলি লাগানো হয়েছে তাতে অনেকটাই পরিষ্কার থাকছে এলাকা। দিনকয়েক আগে কালনা হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসে সাফাইয়ের ব্যবস্থা দেখে রেগে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ঝাঁটা হাতে সাফাইকর্মীদের সাফাইয়ে ধুলোয় ভরে যায় চারিদিক। তিনি সুপার সাহেবকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কাজও হয়। নতুন সাফাই যন্ত্রপাতি ব্যবহারে গতি বাড়ে হাসপাতালের সাফাইয়ে।

দূর দূরান্ত আসা বহু রুগীর পরিবারের কথায় আগের হাসপাতাল আর এখনকার হাসপাতালের মধ্যে ফারাক দেখা দিচ্ছে। যত্রতত্র ময়লা পানের পিক ফেলার দিন শেষ। রেলের অভিনব বিজ্ঞাপন মানুষের মনে দাগ কেটেছে। তাছাড়া বাইরে থেকে আসা রুগীদের কাছে কালনা হাসপাতাল খুবই জনপ্রিয়। সেখানে নোংরা করে রাখা উচিত না।

হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই বলেন, “হাসপাতাল আমাদের সকলের। হাসপাতালের সাফাইকর্মীরা প্রতিদিন সাফাইয়ের কাজ করে চলেছেন। হাসপাতাল পরিষ্কার রাখার জন্য সচেতন করা হচ্ছে। কিন্তু কিছু মানুষ পান, গুটখার পিক ফেলে হাসপাতাল চত্বর অপরিষ্কার করছে। এর আগেও আমরা ধর্মীয় ছবি লাগিয়ে অনেকটাই লাগাম টানতে পেরেছি। তাই এবারও কিছু কিছু এলাকায় ধর্মীয় ছবি লাগানো হয়েছে।” এবার এই মডেল ফলো করতে পারে রাজ্যের আরও হাসপাতালগুলিও।

Screenshot 2019 0819 205624
হাসপাতাল পরিষ্কার রাখার জন্য কিছুটা অভিনবত্ব রেখে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এতেকরে মানুষের মনে আকর্ষন টানবে পাশাপাশি পানের পিক গুটখা এছাড়া যত্রতত্র নোংরা ফেলার আগে মনে বাজবে। আগের থেকে অনেকটাই পরিচ্ছন্ন হাসপাতাল ।
অধিকাংশ জায়গায় সিসিটিভি ক্যামেরা তাও উন্নত প্রযুক্তির লাগানো। এতে করে অনেক ঘটনাও কমেছে। এবার দরকার হাসপাতাল পরিষ্কার রাখা। যেভাবে বিজ্ঞাপনে আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে তাতে করে অনেকটাই কমেছে। বাকিটাও কমে যাবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর