গদাধর ও সারদামণির বিয়ে, ইতিহাস নির্ভর ‘করুণাময়ী রাণী রাসমণি’তেও বাজল বিয়ের সানাই

বাংলাহান্ট ডেস্ক: অন‍্যান‍্য ধারাবাহিকের (serial) মতো জি বাংলার (zee bangla) অন‍্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’ও (karunamoyee rani rasmoni) ঝুঁকল বিয়ের দিকে। ইতিহাস নির্ভর এই ধারাবাহিকে এবার দেখানো হবে গদাধর (godadhor) ও সারদামণির (saradamoni) বিয়ে। শ্রী রামকৃষ্ণের জীবনে স্ত্রী তথা সাধন সঙ্গিনী সারদার প্রবেশের সূচনা দেখানো হবে এই বিশেষ পর্বগুলি জুড়ে।

নতুন বছরের ৪ঠা জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে গদাধর ও সারদামণির বিবাহ পর্ব। ইতিমধ‍্যেই জি বাংলার তরফে প্রকাশ‍্যে এসেছে এই ধারাবাহিকের নয়া প্রোমো। সেখানে দেখা গিয়েছে, কনের সাজে সাজানো হচ্ছে সারদাকে। লাল বেনারসী, চেলি, চন্দনে সাজিয়ে তোলা হয়েছে ছোট্ট সারদাকে।

rani 1

অপরদিকে শোভাযাত্রা করে বরযাত্রী নিয়ে হাজির গদাধর। তিনি নিজেই গলায় মালা পরে নেচে গেয়ে বরযাত্রী নিয়ে হাজির হন সারদামণির বাড়িতে। বর বরণ করার সময়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মারেন সারদাও। সিঁদুরদান পর্বও দেখানো হয়েছে প্রোমো ভিডিওতে।

https://youtu.be/z_kRZUym4a8

 

ইতিহাস অনুযায়ী, গদাধর নিজেই জানিয়েছিলেন জয়রামবাটীতে সারদার সঙ্গেই তাঁর বিবাহ স্থির হয়ে রয়েছে। তেমনটাই দেখানো হয়েছে রাসমণি ধারাবাহিকেও সকলের সামনে গদাধরকে বলতে শোনা গিয়েছে, জয়রামবাটীতে রাম মুখার্জির বাড়িতে খোঁজ খবর নিতে। সেখানেই বিয়ে ঠিক হয়ে রয়েছে তাঁর। সারদাকে মা লক্ষ্মী রূপেই দেখতেন শ্রী রামকৃষ্ণ।

প্রসঙ্গত, গত সপ্তাহে দীর্ঘদিন পর ফের টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে জি বাংলার অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’। সিরিয়ালটি রেটিং পায় ১১। তার আগের সপ্তাহে ১০.৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ছিল এই সিরিয়াল।

Niranjana Nag

সম্পর্কিত খবর